G20 Summit Xi Jinping: জি-২০ সম্মেলনে যোগ দিতে আসছেন না শি জিনপিং, নানা মহলে প্রশ্নের মুখে ভারত-চিন সম্পর্ক!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
G20 Summit Xi Jinping: কেন এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকছেন না শি জিনপিং?
নয়াদিল্লি: হাতে আর মাত্র দু’দিন। চলতি সপ্তাহের শেষে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। এর জন্য জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই সম্মেলনে যোগ দিতে চলেছেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা। কিন্তু সম্মেলনে উপস্থিত থাকছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর তাঁর অনুপস্থিতিকে ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। অথচ এর আগের সমস্ত বৈঠকে যোগ দেওয়ার দুর্দান্ত রেকর্ড রয়েছে চিনা প্রেসিডেন্টের।
কিন্তু কেন এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকছেন না শি জিনপিং? বিষয়টা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে যে, চিনের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে এই সিদ্ধান্তের যোগ থাকতে পারে। রাজনৈতিক উত্থান-পতনের মূলে রয়েছে গ্রীষ্মে অনুষ্ঠিত বেইদৈহে বৈঠক। চিনা কমিউনিস্ট পার্টির বিদায়ী এবং অবসরপ্রাপ্ত নেতাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল হেবেই প্রদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলে।
advertisement
আরও পড়ুন: উইকেন্ডে দিঘা যাওয়ার প্ল্যান? আকাশ কালো করে জমছে মেঘ, ৪৮ ঘণ্টায় আবহাওয়ায় বিরাট বদলের পূর্বাভাস!
যদিও এই বৈঠকে কী কী আলোচনা হয়েছিল, সেটা গোপনই রাখা হয়েছে। তবে চলতি বছরের রুদ্ধদ্বার এই বৈঠকের আলোচ্য বিষয়গুলি ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ২০১২ সাল থেকে পার্টির মহাসচিব হিসেবে শি জিনপিংয়ের মেয়াদে অনুষ্ঠিত আগের দশটি বৈঠকের তুলনায় এই বিশেষ বৈঠকের পরিবেশ ছিল একেবারেই ভিন্ন।
advertisement
advertisement
সূত্র মারফত নিক্কেই এশিয়া খবর পেয়েছে যে, চলতি বছরের ওই বৈঠকে দলের অবসরপ্রাপ্ত নেতাদের একটি দল চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-কে তিরস্কার করেছে। এমনকী তাঁর সামনে এমন সব প্রশ্ন রাখা হয়েছে, যা আগে কখনওই করা হয়নি। যদিও কয়েকটি বিশিষ্ট দলের প্রবীণ নেতারা ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন। এই তালিকায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াং জেমিন, যিনি গত বছরের নভেম্বর মাসে ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন। শি-র পূর্বসূরি নেতা হু জিনতাও বৈঠকে যোগ দেননি।
advertisement
যদিও কয়েকজন মাত্র প্রবীণ নেতা শি-সহ বর্তমান নেতাদের সঙ্গে একের পর এক বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের কড়া বার্তা ছিল যে, কার্যকর পাল্টা ব্যবস্থা ছাড়া অব্যাহত রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক উত্থান-পতন পার্টির সমর্থনকে নষ্ট করবে। সেই সঙ্গে এর শাসনকে বিপদের মুখে ফেলতে পারে। প্রসঙ্গত, জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতে আসছেন না চিনা প্রেসিডেন্ট। তার জায়গায় চিনের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী লি কিয়াং।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2023 12:25 PM IST