Loknath Mandir Chakla: জন্মাষ্টমীতেই লোকনাথ বাবার জন্মদিন, চাকলা ধামে উপচে পড়ল ভক্তদের ঢল

Last Updated:

Loknath Mandir Chakla: জন্মাষ্টমীতে প্রতি বছরই এক ছবি, চাকলায় বাবা লোকনাথ ধামে ভক্তদের ঢল নেমেছে।

+
চাকলা

চাকলা ধামে বাবা লোকনাথ

উত্তর ২৪ পরগনা: লক্ষাধিক ভক্তসমাগমের মধ্যে দিয়ে জন্মাষ্টমীর পাশাপাশি বাবা শ্রী লোকনাথের জন্ম তিথি উদযাপন হল চাকলা ধামে। রাত থেকেই বাবার মাথায় জল ঢালতে দূরদূরান্ত থেকে ভক্তদের ঢল নামে মন্দিরে। নিজেদের মনস্কামনা পূরণের পাশাপাশি পরিবারের সুখ শান্তির জন্য বাবার মাথায় জল ঢেলে প্রার্থনা সারলেন ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষ।
দীর্ঘ লাইন দিয়ে সুশৃঙ্খল ভাবে বাবা লোকনাথের মূর্তিতে জল ঢেলে চলে পুজোপাঠ। বহু দূর-দূরান্ত থেকে বাঁকে করে পায়ে হেঁটে মানুষজন এদিন এসে পৌঁছয় উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গার চাকলা ধামে। লক্ষাদিক ভক্ত সমাগমে কারণে জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল মন্দির চত্বর-সহ আশপাশের এলাকাগুলিতেও।
আরও পড়ুন: তাল কিনতে নাকাল! জন্মাষ্টমীতে ৩০ টাকার তাল বিকোচ্ছে ৩০০ কোথাও ৫০০ টাকা
যাতে দূর-দূরান্ত থেকে আশা ভক্তদের কোনও রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল প্রশাসন ও মন্দির কমিটির তরফ থেকে। জন্মাষ্টমীতে বাবার জন্মদিনে মাথায় জল ঢেলে ও বিশেষ পুজোর মধ্যে দিয়ে এদিন চাকলা যেন উৎসব শুরু হয়। এদিন মন্দির চত্বরে ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেল কেউ এসেছেন কুড়ি কিলোমিটার হেঁটে।
advertisement
advertisement
কেউ আবার এসেছেন পরিবারের সঙ্গে ১২ কিলোমিটার পায়ে হেঁটে। অনেকেই জানালেন প্রতি বছর বাবার টানে তাঁরা আসেন এই চাকলা ধামে। জল ঢেলে মনের শান্তির পাশাপাশি মনের ইচ্ছা বাবাকে জানালে পূরণ হয় তা। তাই এই বিশেষ দিনে লোকনাথ বন্দনায় ব্রতী হতে দেখা গেল রাজ্যবাসীকে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Loknath Mandir Chakla: জন্মাষ্টমীতেই লোকনাথ বাবার জন্মদিন, চাকলা ধামে উপচে পড়ল ভক্তদের ঢল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement