G20 Summit 2023: G20-র দ্বিতীয় দিন শুরু গান্ধির স্মৃতিসৌধে! খাদি শাল দিয়ে অতিথিদের স্বাগত মোদির
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
G20 Summit 2023: দিল্লিতে G20 সম্মেলনের আজ দ্বিতীয় দিন। রবিবার, দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব মহাত্মা গান্ধির স্মৃতিসৌধ রাজঘাট পরিদর্শনের মাধ্যমে।
দিল্লিঃ দিল্লিতে G20 সম্মেলনের আজ দ্বিতীয় দিন। রবিবার, দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব মহাত্মা গান্ধির স্মৃতিসৌধ রাজঘাট পরিদর্শনের মাধ্যমে। বিশ্ব নেতাদের এবং প্রতিনিধিদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি তাঁত খাদি শাল দিয়ে স্বাগত জানান এবং গান্ধির শ্মশানে পুষ্পস্তবক অর্পণ করেন।
আরও পড়ুনঃ ফের ‘ইন্ডিয়া’র পরিবর্তে লেখা ‘ভারত’! G20-তে প্রধানমন্ত্রীর সামনে লেখা দেশের নাম ঘিরে বিতর্ক
বিশ্ব নেতারা গান্ধির প্রতি শ্রদ্ধা জানায়, পুষ্পস্তবক অর্পণ করে। এবং জাতীর জনকের জন্য এক মিনিট নীরবতা পালন করেন। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং মহাত্মা গান্ধির উত্তরাধিকারের প্রতীক হিসাবে প্রধানমন্ত্রী অতিথিদের খাদি শাল উপহার দেন। ভারতে, মহাত্মা গান্ধি প্রথম খাদির স্পিনিং-র প্রচার শুরু করেছিলেন।
advertisement
advertisement
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পরে আজ সকালে রাজঘাটের নির্ধারিত সফর অনিশ্চিত ছিল। তবে, অবশেষে আবহওয়া ভাল থাকায় স্মৃতিসৌধ পরিদর্শনে যায় G20 সম্মেলনের অতিথিরা। বিশ্ব নেতারা রাজঘাট মেমোরিয়াল কমপ্লেক্সে প্রবেশ করার আগে, দিল্লি এবং তার আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
ডিডিইউ মার্গ, শান্তি ভ্যান এবং মহাত্মা গান্ধি রোড-সহ বেশ কিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি ট্র্যাফিক পুলিশ আইএসবিটি কাশ্মীরি গেট এবং সারাই কাল খানের মধ্যে রিং রোডে বাস চলাচল নিষিদ্ধ করে। রিং রোডের অবশিষ্ট অংশে এবং রিং রোডের বাইরে দিল্লির সীমানার দিকে রাস্তায় বাস চলাচল নিয়ন্ত্রণ করা হয় সকাল থেকেই।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 10, 2023 12:19 PM IST