ফড়নবিস থেকে মোদি, প্রতিশ্রুতি পূরণ করেননি কেউই: বিস্ফোরক রাজ ঠাকরে

Photo Collected

Photo Collected

  • Last Updated :
  • Share this:

    #জালনা:  শিবসেনা বিজেপির বিবাদ নিয়ে ইতিমধ্যেই উত্তাল রাজনৈতিক মহল । গতকালই বিজেপির বিরোধিতা করা নিয়ে মুখ খুলেছেন উদ্ভব ঠাকরে । তার পাল্টা জবাব দিয়েছেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ । ২০১৯ এ জোট ছাড়াই মহারাষ্ট্র দখলের ডাক দিয়েছেন তিনি | এরই মধ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের সমালোচনায় সরব হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে ।

    ঠাকরের মতে চাকরীতে নিয়োগের ক্ষেত্রে মারাঠাদের জন্য আসন সংরক্ষণের নাম করে তাঁদের সাথে প্রতারণা করেছেন ফড়নবিস । ফড়নবিস ঘোষণা করেছিলেন বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রায় ৭২,০০০ হাজার পদে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় ১৬ শতাংশ আসন মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষিত থাকবে । বহুকাল ধরেই আসন সংরক্ষণের দাবি জানিয়ে চলেছেন মারাঠা সংগঠনগুলি । বম্বে হাইকোর্টও এই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত রায় দেয়নি । এরই মধ্যে ঠাকরে জানিয়েছেন সাধারণ মানুষকে অহেতুক বিভ্রান্ত করছেন ফড়নবিস ।

    তিনি প্রশ্ন করেছেন সরকার মাত্র ২ শতাংশ চাকরীর সুযোগ তৈরি করেছে । এত কম সংখ্যক চাকরী কীভাবে এই সমস্যা সমাধান করবে? ফড়নবিস সরকারের আরও নানান দাবিকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন ঠাকরে । মহারাষ্ট্রে জল ও বিদ্যুত সরবরাহের সমস্যা নিয়েও ফড়নবিস সরকারকে আক্রমণ করেছেন ঠাকরে ।

    উল্লেখযোগ্য, রাহুল গান্ধির মোদিকে আলিঙ্গন করা নিয়ে তিনি জানিয়েছেন রাহুল কিছু ভুল আচরণ করেননি । শিবসেনাকেও আক্রমণ করেছেন তিনি । ঠাকরে জানিয়েছেন শিবসেনা দলের মতাদর্শ সম্পর্কে বিভ্রান্ত হয়ে গিয়েছে । কেন্দ্র ও মহারাষ্ট্রে এই জোট ভাঙনের পথেই এগিয়ে চলেছে বলে মনে করেন ঠাকরে ।

    আরও পড়ুন: পাঁচ দিনের আফ্রিকা সফরে যাচ্ছেন মোদি, বক্তব্য রাখবেন উগান্ডার সংসদেও

    ঠাকরের আক্রমণের হাত থেকে রেহাই পাননি প্রধানমন্ত্রীও । তিনি বলেছেন একক সংখ্যাগরিষ্ঠ সরকার হিসেবে মোদি সরকার অসম্ভবকে সম্ভব করতে পারত । কিন্তু নোটবন্দী, জিএসটি আর 'স্বচ্ছ ভারত' নিয়ে মাথা ঘামাতে গিয়ে সেই সুযোগ সম্পূর্ণ হাতছাড়া করেছে বিজেপি সরকার । মোদি নিজের এলাকা বারাণসীতেইই গঙ্গা নদীর সংস্কার করতে পারেননি বলে বিদ্রুপ করেছেন ঠাকরে ।

    First published:

    Tags: Alliance politics, Devendra Fadnavis, Maharashtra, Majority, Maratha Reservation, Narendra Modi, Raj Thackerey