Old Man Donates Property to Temple: সম্পত্তি লিখে দিতে অপমান, অবহেলা করত মেয়েরা! চার কোটির জমি-বাড়ি মন্দিরে দান করলেন বৃদ্ধ

Last Updated:

গতকাল, ২৪ জুন জমা পড়া টাকা গোনার জন্য দানবাক্স খোলেন মন্দিরের কর্মচারীরা৷ তখনই দান বাক্সের ভিতর থেকে দুটি দলিলের বান্ডিল উদ্ধার করেন তাঁরা৷

মন্দিরে সম্পত্তি দান বৃদ্ধের৷ প্রতীকী ছবি
মন্দিরে সম্পত্তি দান বৃদ্ধের৷ প্রতীকী ছবি
চেন্নাই: বছরের পর বছর সম্পত্তির লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন মেয়েরা৷ এমন কি, বাবাকে অপদস্থ, অপমান করতেও ছাড়েননি তাঁরা৷ শেষ পর্যন্ত মেয়েদের শিক্ষা দিতে প্রায় চার কোটি টাকা মূল্যের সম্পত্তি মন্দিরে দান করে দিলেন অবসরপ্রাপ্ত এক সেনাকর্তা৷
৬৫ বছর বয়সি অবসরপ্রাপ্ত ওই সেনা আধিকারিকের নাম এস বিজয়ন৷ তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার আরুলমিগু রেনুগম্বল আম্মান মন্দিরে নিজের কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি দান করে দিয়েছেন তিনি৷ ওই বৃদ্ধের পরিবারের সদস্যরা এখন সেই সম্পত্তি ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেছেন৷
তিরুভান্নামালাই জেলার আরণি শহরের কাছে কেশবপুরম গ্রামের বাসিন্দা তিনি৷ সম্প্রতি নিজের তিন কোটি এবং এক কোটি টাকা মূল্যের দুটি সম্পত্তির দলিল ওই মন্দিরে নিয়ে গিয়ে দান করে দেন তিনি৷
advertisement
advertisement
গতকাল, ২৪ জুন জমা পড়া টাকা গোনার জন্য দানবাক্স খোলেন মন্দিরের কর্মচারীরা৷ তখনই দান বাক্সের ভিতর থেকে দুটি দলিলের বান্ডিল উদ্ধার করেন তাঁরা৷ টাকা পয়সার মধ্যে সম্পত্তির আসল দলিল পেয়ে রীতিমতো চমকে যান মন্দিরের কর্মচারীরা৷
advertisement
দলিলের সঙ্গে হাতে লেখা একটি চিঠিও পান মন্দিরের কর্মচারীরা৷ তাতে লেখা ছিল, স্বেচ্ছায় ওই সম্পত্তি মন্দিরকে দান করা হল৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার তাদের মন্দিরে এরকম কোনও ঘটনা ঘটল৷ তবে এ ভাবে মন্দিরের দানবাক্সে দলিল রেখে গেলেই সেই সম্পত্তি মন্দির কর্তৃপক্ষ নিয়ে নেয় না৷ সত্যিই কেউ মন্দির কর্তৃপক্ষকে সম্পত্তি দান করতে চাইলে তাঁকে মন্দিরের নামে সেই সম্পত্তি সরকারি ভাবে রেজিস্ট্রি করাতে হবে৷
advertisement
খোঁজ খবর করতে গিয়ে মন্দির কর্তৃপক্ষ জানতে পারেন, অবসরপ্রাপ্ত ওই সেনাকর্তা বহু বছর ধরে ওই মন্দিরের ভক্ত৷ স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে গত প্রায় দশ বছর ধরে একাই থাকেন তিনি৷ এই সময়কালের মধ্যে নিজের পরিবারের কারও কাছ থেকে কোনও সাহায্য পাননি তিনি৷ গত কয়েক মাস ধরে তাঁর মেয়েরাও সম্পত্তি লিখে দেওয়ার জন্য ওই বৃদ্ধকে চাপ দিচ্ছিলেন বলে জানা গিয়েছে৷
advertisement
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্পত্তির যে দুটি দলিল পাওয়া গিয়েছে তার মধ্যে একটি দলিল বৃদ্ধের নামে থাকা জমির এবং দ্বিতীয় দলিলটি একটি একতলা বাড়ির৷ বিষয়টি সরকারি দফতরে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷ ফলে এখন ওই দলিল বৃদ্ধের পরিবারের হাতে ফেরানো হবে না বলে জানিয়েছে তারা৷
এস বিজয়ন নামে ওই প্রাক্তন সেনা আধিকারিক অবশ্য জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি ওই সম্পত্তি মন্দিরের নামে রেজিস্ট্রি করিয়ে দেব৷ নিজের সিদ্ধান্ত আমি পরিবর্তন করব না৷ আমার দৈনন্দিন প্রয়োজনের জিনিসের জন্যও আমার মেয়েরা আমাকে অপমান করেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Old Man Donates Property to Temple: সম্পত্তি লিখে দিতে অপমান, অবহেলা করত মেয়েরা! চার কোটির জমি-বাড়ি মন্দিরে দান করলেন বৃদ্ধ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement