Old Man Donates Property to Temple: সম্পত্তি লিখে দিতে অপমান, অবহেলা করত মেয়েরা! চার কোটির জমি-বাড়ি মন্দিরে দান করলেন বৃদ্ধ

Last Updated:

গতকাল, ২৪ জুন জমা পড়া টাকা গোনার জন্য দানবাক্স খোলেন মন্দিরের কর্মচারীরা৷ তখনই দান বাক্সের ভিতর থেকে দুটি দলিলের বান্ডিল উদ্ধার করেন তাঁরা৷

মন্দিরে সম্পত্তি দান বৃদ্ধের৷ প্রতীকী ছবি
মন্দিরে সম্পত্তি দান বৃদ্ধের৷ প্রতীকী ছবি
চেন্নাই: বছরের পর বছর সম্পত্তির লিখে দেওয়ার জন্য বাবাকে চাপ দিচ্ছিলেন মেয়েরা৷ এমন কি, বাবাকে অপদস্থ, অপমান করতেও ছাড়েননি তাঁরা৷ শেষ পর্যন্ত মেয়েদের শিক্ষা দিতে প্রায় চার কোটি টাকা মূল্যের সম্পত্তি মন্দিরে দান করে দিলেন অবসরপ্রাপ্ত এক সেনাকর্তা৷
৬৫ বছর বয়সি অবসরপ্রাপ্ত ওই সেনা আধিকারিকের নাম এস বিজয়ন৷ তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার আরুলমিগু রেনুগম্বল আম্মান মন্দিরে নিজের কোটি কোটি টাকা মূল্যের সম্পত্তি দান করে দিয়েছেন তিনি৷ ওই বৃদ্ধের পরিবারের সদস্যরা এখন সেই সম্পত্তি ফিরে পাওয়ার চেষ্টা শুরু করেছেন৷
তিরুভান্নামালাই জেলার আরণি শহরের কাছে কেশবপুরম গ্রামের বাসিন্দা তিনি৷ সম্প্রতি নিজের তিন কোটি এবং এক কোটি টাকা মূল্যের দুটি সম্পত্তির দলিল ওই মন্দিরে নিয়ে গিয়ে দান করে দেন তিনি৷
advertisement
advertisement
গতকাল, ২৪ জুন জমা পড়া টাকা গোনার জন্য দানবাক্স খোলেন মন্দিরের কর্মচারীরা৷ তখনই দান বাক্সের ভিতর থেকে দুটি দলিলের বান্ডিল উদ্ধার করেন তাঁরা৷ টাকা পয়সার মধ্যে সম্পত্তির আসল দলিল পেয়ে রীতিমতো চমকে যান মন্দিরের কর্মচারীরা৷
advertisement
দলিলের সঙ্গে হাতে লেখা একটি চিঠিও পান মন্দিরের কর্মচারীরা৷ তাতে লেখা ছিল, স্বেচ্ছায় ওই সম্পত্তি মন্দিরকে দান করা হল৷ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার তাদের মন্দিরে এরকম কোনও ঘটনা ঘটল৷ তবে এ ভাবে মন্দিরের দানবাক্সে দলিল রেখে গেলেই সেই সম্পত্তি মন্দির কর্তৃপক্ষ নিয়ে নেয় না৷ সত্যিই কেউ মন্দির কর্তৃপক্ষকে সম্পত্তি দান করতে চাইলে তাঁকে মন্দিরের নামে সেই সম্পত্তি সরকারি ভাবে রেজিস্ট্রি করাতে হবে৷
advertisement
খোঁজ খবর করতে গিয়ে মন্দির কর্তৃপক্ষ জানতে পারেন, অবসরপ্রাপ্ত ওই সেনাকর্তা বহু বছর ধরে ওই মন্দিরের ভক্ত৷ স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে গত প্রায় দশ বছর ধরে একাই থাকেন তিনি৷ এই সময়কালের মধ্যে নিজের পরিবারের কারও কাছ থেকে কোনও সাহায্য পাননি তিনি৷ গত কয়েক মাস ধরে তাঁর মেয়েরাও সম্পত্তি লিখে দেওয়ার জন্য ওই বৃদ্ধকে চাপ দিচ্ছিলেন বলে জানা গিয়েছে৷
advertisement
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, সম্পত্তির যে দুটি দলিল পাওয়া গিয়েছে তার মধ্যে একটি দলিল বৃদ্ধের নামে থাকা জমির এবং দ্বিতীয় দলিলটি একটি একতলা বাড়ির৷ বিষয়টি সরকারি দফতরে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷ ফলে এখন ওই দলিল বৃদ্ধের পরিবারের হাতে ফেরানো হবে না বলে জানিয়েছে তারা৷
এস বিজয়ন নামে ওই প্রাক্তন সেনা আধিকারিক অবশ্য জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি ওই সম্পত্তি মন্দিরের নামে রেজিস্ট্রি করিয়ে দেব৷ নিজের সিদ্ধান্ত আমি পরিবর্তন করব না৷ আমার দৈনন্দিন প্রয়োজনের জিনিসের জন্যও আমার মেয়েরা আমাকে অপমান করেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Old Man Donates Property to Temple: সম্পত্তি লিখে দিতে অপমান, অবহেলা করত মেয়েরা! চার কোটির জমি-বাড়ি মন্দিরে দান করলেন বৃদ্ধ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement