Son Kills Mother in Kanpur: লিভ ইন সম্পর্কে মা, খুন করল ছেলে! অন্য পুরুষে আপত্তি নয়, খুনের কারণ শুনে তাজ্জব পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মায়ের লিভ ইন সম্পর্ক নয়, সম্পূর্ণ অন্য কারণে নিজের মাকে ওই কিশোর খুন করেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে৷
কানপুর: বাবার মৃত্য হয়েছে ছোটবেলায়৷ দুই ভাইকে একাই বড় করেছিলেন তাদের মা৷ সম্প্রতি অন্য এক পুরুষের সঙ্গে লিভ ইন করতে শুরু করেছিলেন তিনি৷ শেষ পর্যন্ত সেই লিভ ইন পার্টনারের অনুপস্থিতিতে নিজের মাকেই খুন করল মহিলার ১৭ বছর বয়সি ছেলে৷
নৃশংস এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কানপুর জেলার রাওয়াতপুর এলাকায়৷ শুনে মনে হতে পারে, অন্য পুরুষের সঙ্গে মায়ের সম্পর্ক মেনে নিতে না পেরেই হয়তো এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে ওই কিশোর৷ যদিও মায়ের লিভ ইন সম্পর্ক নয়, সম্পূর্ণ অন্য কারণে নিজের মাকে ওই কিশোর খুন করেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে৷
advertisement
গতকাল, মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, দুপুরে নিজেদের বাড়ির ফ্ল্যাটের রান্নাঘরে বাসন ধুচ্ছিল মহিলার বড় ছেলে৷ সেই সময় স্পিকারে জোরে গান চালিয়ে শুনছিল সে৷ কিশোরের মা বছর পয়ত্রিশের ওই মহিলা সেই সময় ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন৷ স্পিকারের শব্দ একটু কমানোর জন্য ছেলেকে অনুরোধ করেন তিনি৷
advertisement
advertisement
যদিও মায়ের আপত্তিতে কর্ণপাত করেনি ওই কিশোর৷ তাতেই রেগে গিয়ে রান্নাঘরে গিয়ে স্পিকারটি আছড়ে ভেঙে ফেলেন ওই মহিলা৷ মায়ের এই কাণ্ড দেখে মেজাজ হারায় ওই কিশোর৷ রেগে গিয়ে মাকে গালিগালাজ করে সে৷ পাল্টা নিজের ছেলেকে দুটি চড় মারেন ওই মহিলা৷ তাতে আরও রেগে যায় ওই কিশোর মেজাজ হারিয়ে নিজের মাকেই ধাক্কা মারে সে৷ ধস্তাধস্তিতে মহিলার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে৷ তাতে ঘাবড়ে যায় ওই কিশোর৷ মাকে তাকে আরও মারধর করবে ভেবে মহিলার গায়ে থাকা ওড়না দিয়েই নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই কিশোর৷
advertisement
মায়ের মৃত্যুর পরই কিশোরের সম্বিৎ ফেরে ওই কিশোরের৷ মা্য়ের মৃতদেহ নিয়ে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখে সে৷
ঘটনার সময় মহিলার লিভ ইন পার্টনার একটি কাজে বাইরে ছিলেন৷ বরেইলিতে ছিলেন তিনি৷ মহিলার ছোট ছেলে সেই সময় স্কুলে ছিল৷ ১৫ বছর বয়সি সেই কিশোর বিকেলে স্কুল থেকে ফিরে মাকে খোঁজাখুঁজি শুরু করে৷ কিন্তু অনেকবার ডাকাডাকি সত্ত্বেও মাকে দেখতে পায়নি সে৷ হঠাৎ তার নজরে আসে খাটের এক কোণ থেকে মায়ের ওড়না বেরিয়ে রয়েছে৷ কৌতূহল বশত বক্স খাটটি খোলে সে৷ তখনই খাটের ভিতরে মাকে পড়ে থাকতে দেখে ওই কিশোর৷ তখনও ওই মহিলার শরীরে প্রাণ ছিল৷ কোনওক্রমে নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি৷ মাকে ওই অবস্থায় দেখেই চিৎকার করে ওঠে ওই কিশোর৷ তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা৷ দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই মহিলার মৃত্যু হয়৷
advertisement
পুলিশ এসে ওই মহিলার বড় ছেলেকে আটক করে৷ জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে নেয় সে৷ পুলিশ জানিয়েছে, ওই কিশোরের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিক ভাবে তাদের মনে হয়েছে৷ স্পিকার ভেঙে দেওয়ার কারণেই যে সে মায়ের উপরে রেগে গিয়েছিল, সেকথাও তদন্তকারীদের জানিয়েছে ওই কিশোর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 4:54 PM IST