Son Kills Mother in Kanpur: লিভ ইন সম্পর্কে মা, খুন করল ছেলে! অন্য পুরুষে আপত্তি নয়, খুনের কারণ শুনে তাজ্জব পুলিশ

Last Updated:

মায়ের লিভ ইন সম্পর্ক নয়, সম্পূর্ণ অন্য কারণে নিজের মাকে ওই কিশোর খুন করেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে৷

News18
News18
কানপুর: বাবার মৃত্য হয়েছে ছোটবেলায়৷ দুই ভাইকে একাই বড় করেছিলেন তাদের মা৷ সম্প্রতি অন্য এক পুরুষের সঙ্গে লিভ ইন করতে শুরু করেছিলেন তিনি৷ শেষ পর্যন্ত সেই লিভ ইন পার্টনারের অনুপস্থিতিতে নিজের মাকেই খুন করল মহিলার ১৭ বছর বয়সি ছেলে৷
নৃশংস এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কানপুর জেলার রাওয়াতপুর এলাকায়৷ শুনে মনে হতে পারে, অন্য পুরুষের সঙ্গে মায়ের সম্পর্ক মেনে নিতে না পেরেই হয়তো এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে ওই কিশোর৷ যদিও মায়ের লিভ ইন সম্পর্ক নয়, সম্পূর্ণ অন্য কারণে নিজের মাকে ওই কিশোর খুন করেছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে৷
advertisement
গতকাল, মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, দুপুরে নিজেদের বাড়ির ফ্ল্যাটের রান্নাঘরে বাসন ধুচ্ছিল মহিলার বড় ছেলে৷ সেই সময় স্পিকারে জোরে গান চালিয়ে শুনছিল সে৷ কিশোরের মা বছর পয়ত্রিশের ওই মহিলা সেই সময় ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন৷ স্পিকারের শব্দ একটু কমানোর জন্য ছেলেকে অনুরোধ করেন তিনি৷
advertisement
advertisement
যদিও মায়ের আপত্তিতে কর্ণপাত করেনি ওই কিশোর৷ তাতেই রেগে গিয়ে রান্নাঘরে গিয়ে স্পিকারটি আছড়ে ভেঙে ফেলেন ওই মহিলা৷ মায়ের এই কাণ্ড দেখে মেজাজ হারায় ওই কিশোর৷ রেগে গিয়ে মাকে গালিগালাজ করে সে৷ পাল্টা নিজের ছেলেকে দুটি চড় মারেন ওই মহিলা৷ তাতে আরও রেগে যায় ওই কিশোর মেজাজ হারিয়ে নিজের মাকেই ধাক্কা মারে সে৷ ধস্তাধস্তিতে মহিলার নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে৷ তাতে ঘাবড়ে যায় ওই কিশোর৷ মাকে তাকে আরও মারধর করবে ভেবে মহিলার গায়ে থাকা ওড়না দিয়েই নিজের মাকে শ্বাসরোধ করে হত্যা করে ওই কিশোর৷
advertisement
মায়ের মৃত্যুর পরই কিশোরের সম্বিৎ ফেরে ওই কিশোরের৷ মা্য়ের মৃতদেহ নিয়ে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখে সে৷
ঘটনার সময় মহিলার লিভ ইন পার্টনার একটি কাজে বাইরে ছিলেন৷ বরেইলিতে ছিলেন তিনি৷ মহিলার ছোট ছেলে সেই সময় স্কুলে ছিল৷ ১৫ বছর বয়সি সেই কিশোর বিকেলে স্কুল থেকে ফিরে মাকে খোঁজাখুঁজি শুরু করে৷ কিন্তু অনেকবার ডাকাডাকি সত্ত্বেও মাকে দেখতে পায়নি সে৷ হঠাৎ তার নজরে আসে খাটের এক কোণ থেকে মায়ের ওড়না বেরিয়ে রয়েছে৷ কৌতূহল বশত বক্স খাটটি খোলে সে৷ তখনই খাটের ভিতরে মাকে পড়ে থাকতে দেখে ওই কিশোর৷ তখনও ওই মহিলার শরীরে প্রাণ ছিল৷ কোনওক্রমে নিঃশ্বাস নিচ্ছিলেন তিনি৷ মাকে ওই অবস্থায় দেখেই চিৎকার করে ওঠে ওই কিশোর৷ তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা৷ দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই মহিলার মৃত্যু হয়৷
advertisement
পুলিশ এসে ওই মহিলার বড় ছেলেকে আটক করে৷ জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করে নেয় সে৷ পুলিশ জানিয়েছে, ওই কিশোরের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিক ভাবে তাদের মনে হয়েছে৷ স্পিকার ভেঙে দেওয়ার কারণেই যে সে মায়ের উপরে রেগে গিয়েছিল, সেকথাও তদন্তকারীদের জানিয়েছে ওই কিশোর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Son Kills Mother in Kanpur: লিভ ইন সম্পর্কে মা, খুন করল ছেলে! অন্য পুরুষে আপত্তি নয়, খুনের কারণ শুনে তাজ্জব পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement