S Jaishankar on Bangladesh situation: বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখছে ঢাকার ভারতীয় দূতাবাস, সংসদে জানালেন বিদেশমন্ত্রী

Last Updated:

বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জেরে এবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বাইরে জোরদার করা হল নিরাপত্তা।

ইস্কনের সন্ন্যাসীর গ্রেফতারিকে কেন্দ্র করে ফের অশান্ত বাংলাদেশ৷ ছবি- পিটিআই
ইস্কনের সন্ন্যাসীর গ্রেফতারিকে কেন্দ্র করে ফের অশান্ত বাংলাদেশ৷ ছবি- পিটিআই
নয়াদিল্লি: বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলার যে অভিযোগ উঠেছে, সেই পরিস্থিতির দিকে নজর রাখছে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস৷ এ দিন সংসদে এমনই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷
বিদেশমন্ত্রী জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নয়াদিল্লির পক্ষ থেকে ঢাকাকে আবেদন করা হয়েছে। দুর্গাপুজোর সময় ভারতের আবেদনের পর সেখানে সংখ‍্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন‍্য সেনা এবং বিডিআর মোতায়েন করেছিল সে দেশের সরকার। একই সঙ্গে অবশ্য বিদেশমন্ত্রী জানিয়েছেন, তবে বিদেশমন্ত্রীর তরফে এটাও জানানো হয়েছে, বাংলাদেশের সংখ‍্যালঘুদের জীবন এবং স্বাধীনতার সুরক্ষা প্রদানের দায়িত্ব সে দেশের সরকারেরই।
advertisement
advertisement
এ দিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জেরে এবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বাইরে জোরদার করা হল নিরাপত্তা। মোতায়েন হল দিল্লি পুলিশের র‍্যাপিড অ্যাকশন ফোর্স৷ জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যে কোনোও বিক্ষোভ মোকাবিলায় কাঁদানে গ্যাস হাতে তৈরি দিল্লী পুলিশের ব়্যাফ।
advertisement
গতকাল কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দিন বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশের বিদেশমন্ত্রকও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
S Jaishankar on Bangladesh situation: বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখছে ঢাকার ভারতীয় দূতাবাস, সংসদে জানালেন বিদেশমন্ত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement