Maharashtra CM selection: গ্রামের বাড়িতে চলে গেলেন শিন্ডে, মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহারাষ্ট্রে মন কষাকষি চরমে?

Last Updated:
মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে অখুশি একনাথ শিন্ডে?
মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে অখুশি একনাথ শিন্ডে?
মুম্বাই: গতকাল দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেবেন্দ্র ফড়ণবীশ, একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের বৈঠকের পর মনে করা হয়েছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে জটিলতা হয়তো কেটেছে৷ কিন্তু চব্বিশ ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে ধোঁয়াশা বাড়ালেন একনাথ শিন্ডে নিজেই৷ মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে চূড়ান্ত বৈঠক বাতিল করে দিয়ে এ দিন নিজের সাতারায় নিজের গ্রামের বাড়িতে চলে গিয়েছেন শিন্ডে৷ সূত্রের খবর, সেখান থেকে শিন্ডে ফেরার পরই মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে তিন দলের নেতাদের মধ্যে বৈঠক হবে বলে খবর৷
গতকাল দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের পর একনাথ শিন্ডে নিজেই দাবি করেন, মুম্বাইয়ে জোটের তিন দলের মধ্যে আরও এক দফা বৈঠকের পরই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে৷ অমিত শাহের সঙ্গে বৈঠকও ইতিবাচক হয়েছে বলেই দাবি করেছিলেন শিন্ডে৷ মুম্বাইয়ে সরকার গঠনের পথে তিনি কোনও বাধা হয়ে দাঁড়াবেন না বলেও তখন মনে করা হয়েছিল, মুখ্যমন্ত্রী পদ নিয়ে জটিলতা হয়তো কেটেছে৷
advertisement
আরও পড়ুন:
advertisement
কিন্তু মুম্বাইয়ে ফেরার পর আজ হঠাৎ সাতারায় নিজের গ্রামের বাড়িতে রওনা দেন শিন্ডে৷ ফলে বাতিল করতে হয় মহাজুটির গুরুত্বপূর্ণ বৈঠক৷ এর পরই জল্পনা ছড়ায়, মুখ্যমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে অখুশি হওয়ার কারণেই গ্রামের বাড়িতে চলে গিয়েছেন শিন্ডে৷
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শিন্ডে৷ ফলে দেবেন্দ্র ফড়ণবীশের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ সূত্রের খবর, শিন্ডেকে উপ মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বিজেপি-র পক্ষ থেকে৷ কিন্তু উপ মুখ্যমন্ত্রী পদে আগ্রহী নন শিন্ডে স্বয়ং৷ শিবসেনা মুখপাত্র সঞ্জয় শিরসাত জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো কারও পক্ষে উপ মুখ্যমন্ত্রীর পদ বেমানান৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra CM selection: গ্রামের বাড়িতে চলে গেলেন শিন্ডে, মুখ্যমন্ত্রী পদ নিয়ে মহারাষ্ট্রে মন কষাকষি চরমে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement