Food Poison: জন্মদিনে বাড়িতে বিশাল ডিনারের ব্যবস্থা, খাদ্যে বিষক্রিয়ায় ৭০-এর বেশি মানুষ অসুস্থ! বিস্তারিত জানুন
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Food Poison: জন্মদিনে রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ডিনার এতটাই সুস্বাদু ছিল যে পুরো গ্রাম খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এরপরেই একে একে ৭০ জনের শরীর খারাপ হতে শুরু করে, বিস্তারিত জানুন৷
গোণ্ডা: উত্তরপ্রদেশের গোণ্ডা জেলায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক ব্যক্তি তার ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করার ব্যবস্থা করেছিল। রাতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ডিনার এতটাই সুস্বাদু ছিল যে পুরো গ্রাম খাবারের দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে যা ঘটল তা ছিল অবাক করার মতো। একে একে ৭০ জনের শরীর খারাপ হতে শুরু করে। দ্রুত গ্রামের প্রধান প্রশাসনকে খবর দেওয়া হয়। এরপর দ্রুত দুটি অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছায়।
গোণ্ডার বেলসার ব্লকের একটি গ্রামে খাবার বিষক্রিয়ায় ৭০-এর বেশি মানুষ অসুস্থ হয়ে পড়ায় হইচই শুরু হয়। জেলার বেলসার এলাকার জবর নগরের তিওয়ারি পুরা মাজারে শনিবার সন্ধ্যায় নিরঞ্জন পাসওয়ানের ছেলের জন্মদিন ছিল। অনুষ্ঠানে পুড়ি, সবজি, ছোলা, পনীর এবং দই বড়া প্রস্তুত করা হয়েছিল। পরের দিন রবিবার দুপুরের পর গ্রামের এবং পরিবারের মানুষের অবস্থার অবনতি শুরু হয়।
advertisement
advertisement
লোকজনকে প্রাইভেট ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। গ্রামের প্রধান বৈভব সিং এই বিষয়টি ব্লক প্রধান রাজেন্দ্র সিং-কে জানান। তিনি সিএইচসি-তে চিকিৎসা পরিদর্শক ডাক্তার সতপাল সোনকারকে ফোন করে জানান। তিনি দ্রুত মেডিকেল টিমকে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। পরে জানা যায়, অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে বমি, পেটের সমস্যা এবং জ্বরের মতো সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। এমনকি ক্যাটারার অনুজ যাদবেরও বমি হচ্ছিল।
advertisement
আরও পড়ুন: প্রেমে ফাঁসিয়ে যুবকের সাড়ে নয় লাখ টাকা হাতাল তরুণী, নির্জন এলাকায় মিলল প্রেমিকের লাশ!
ডাক্তাররা গ্রামের মধ্যে ক্যাম্প স্থাপন করে লোকজনকে ওষুধ বিতরণ করেন। ৩০ জন গুরুতর অসুস্থ রোগীকে দুটি অ্যাম্বুলেন্সে সিএইচসি বেলসার এবং একটি অ্যাম্বুলেন্সে তেরবগঞ্জ সিএইচসি ভর্তি করা হয়েছে। সকলের অবস্থা স্থিতিশীল এবং নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ এবং খাদ্য নিরাপত্তা অফিসার অজিত মিশ্র একটি টিম নিয়ে গিয়ে খাবারে ব্যবহৃত মসলা এবং তেলের নমুনা সংগ্রহ করেন। এর পাশাপাশি যে দোকান থেকে বাজারের সামগ্রী আনা হয়েছিল, সেই দোকানেও পুলিশ গিয়ে নমুনা সংগ্রহ করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2024 12:21 AM IST