Delhi Airport: দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির জেরে বিমান পরিষেবায় বিঘ্ন! ব্যাপক হয়রানি যাত্রীদের

Last Updated:

Delhi Airport: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটির জন্য বিপর্যস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সিস্টেম। শুক্রবার সকালে ব্যাপক প্রভাব পড়ে পরিষেবায়।

ফাইল ছবি Representative Image
ফাইল ছবি Representative Image
নয়াদিল্লি: দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযুক্তিগত ত্রুটিরন্য বিপর্যস্ত এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সিস্টেম শুক্রবার সকালে ব্যাপক প্রভাব পড়ে পরিষেবায়।
লোকাল 18-সূত্রে খবর, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম (AMSS)-এ গোলযোগ দেখা দিয়েছে। AMSS ডাউন থাকায়, উড়ানের বিবরণ, রুট, বিমান তথ্য এবং আনুমানিক সময় সংরক্ষণকারী সিস্টেমটি ব্যাহত হয়েছে, যার ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সব কিছু ম্যানুয়ালি করতে হচ্ছে।
advertisement
advertisement
শুক্রবার সকাল ৯ টার সময় সমস্ত টার্মিনালে ব্যাপক ভিড় ভিড় জমে যায়, ওড়ার ছাত্রপত্রের জন্য অপেক্ষা করতে হচ্ছিল বেশ কয়েকটি বিমানকে। এর জেরে উড়ান পরিষেবা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। এই ঘটনা নিয়ে সাইবার হানার অভিযোগ অস্বীকার করেছে এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া (AAI)। পাশাপাশি দিল্লি পুলিশের সাইবার ইউনিটও নিশ্চিত করেছে যে তারা এ ধরনের ঘটনার বিষয়ে কোনও সূত্র পায়নি।
advertisement
কর্মকর্তারা জানিয়েছেন যে AMSS সার্ভারটি শুক্রবার ভোর থেকে ডাউন রয়েছে এবং কখন তা ঠিক হবে তা-ও বলা যাচ্ছে না। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) জানিয়েছে, ATC সিস্টেমের সমস্যার কারণে উড়ান পরিষেবা প্রভাবিত হয়েছে এবং বলেছে যে ATC দলটি বিমান পরিষেবার সঙ্গে যুক্ত DIAL-সহ সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে চেষ্টা চালাচ্ছে।
advertisement
ইন্ডিগো বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, “দিল্লি-সহ বেশ অঞ্চলের ATC সিস্টেমের প্রযুক্তিগত সমস্যার কারণে ফ্লাইট অপারেশনগুলি প্রভাবিত হচ্ছে… দীর্ঘ অপেক্ষার সময়গুলি অসুবিধার কারণ হতে পারে।”
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, “দিল্লিতে ATC সিস্টেমের একটি প্রযুক্তিগত সমস্যার জেরে সমস্ত এয়ারলাইনগুলির ফ্লাইট অপারেশনে প্রভাব পড়েছে… আমাদের ক্রু এবং কর্মীরা সমস্ত সহযোগিতা করছে।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Airport: দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির জেরে বিমান পরিষেবায় বিঘ্ন! ব্যাপক হয়রানি যাত্রীদের
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement