First Photo Of Ram Lalla Idol : অবশেষে প্রকাশ্যে অযোধ্যার রামমন্দিরে রামলালার নতুন বিগ্রহের প্রথম ছবি! দেখুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
First Photo Of Ram Lalla Idol : ৫১ ইঞ্চি দৈর্ঘ্যের মূর্তিটি তৈরি করেছেন মাইসুরুর শিল্পী অর্জুন যোগীরাজ৷ দণ্ডায়মান অবস্থায় মূর্তির শ্রীমুখ এখনও আবৃত
অযোধ্যা : অবশেষে শুক্রবার প্রকাশিত হল অযোধ্যায় রাম মন্দিরের বহু প্রতীক্ষিত রামলালার মূর্তি৷ কালো পাথরে তৈরি এই বিগ্রহকে তুলে ধরা হয়েছে পাঁচ বছর বয়সি এক বালককে৷ বৃহস্পতিবার বিকেলে পবিত্র মন্ত্রোচ্চারণ এবং শাস্ত্রীয় আচার আচরণ পালনের মধ্যে রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত হয় রামলালার মূর্তি৷ ৫১ ইঞ্চি দৈর্ঘ্যের মূর্তিটি তৈরি করেছেন মাইসুরুর শিল্পী অর্জুন যোগীরাজ৷ দণ্ডায়মান অবস্থায় মূর্তির শ্রীমুখ এখনও আবৃত৷
সূত্র থেকে জানা গিয়েছে রামমন্দিরের গর্ভগৃহে ভগবান রামের আদি বিগ্রহ (রাম লালা বিরাজমান) এবং তাঁর ভাইয়ের মূর্তি স্থাপিত হবে নতুন মূর্তির সামনে৷ আদি বিগ্রহ পূজিত হয়ে আসছে ১৯৪৯ সাল থেকে৷ বর্তমানে নতুন মন্দির চত্বরে একটি অস্থায়ী মন্দিরে রাখা আছে আদি বিগ্রহটি৷ পুরো মন্দির চত্বর আগামী ২০ এবং ২১ জানুয়ারি বন্ধ থাকবে সাধারণ মানুষের জন্য৷ ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে নতুন বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা৷
advertisement
The dream of decades has now become a reality.
First glimpse of Prabhu Ram Lalla.
Jai Shree Ram. pic.twitter.com/0wQb9IGUqJ— Shobha Karandlaje (@ShobhaBJP) January 19, 2024
advertisement
আরও পড়ুন : ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে কবে কী কী আচার পালন করা হবে অযোধ্যার রামমন্দিরে, জানুন

advertisement
রামলালার আগি বিগ্রহ দৈর্ঘ্যে ৬ ইঞ্চি৷ তাঁর সঙ্গে রয়েছেন শ্রীরামচন্দ্রের ভাই ভরত, লক্ষ্ণণ, শত্রুঘ্ন এবং ভক্ত হনুমানের মূর্তিও৷ ২২ জানুয়ারি থেকে পুরনো এবং নতুন দুই বিগ্রহই একসঙ্গে দেখতে পাবেন পুণ্যার্থীরা৷ মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ, যিনি রাম লালার নতুন বিগ্রহ তৈরি করেছেন, তিনি কেদারনাথে স্থাপিত আদি শঙ্করাচার্যের মূর্তিও তৈরি করেছেন৷ তাঁর হাতেই নির্মিত হয়েছে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2024 1:09 PM IST

