First Photo Of Ram Lalla Idol : অবশেষে প্রকাশ্যে অযোধ্যার রামমন্দিরে রামলালার নতুন বিগ্রহের প্রথম ছবি! দেখুন

Last Updated:

First Photo Of Ram Lalla Idol : ৫১ ইঞ্চি দৈর্ঘ্যের মূর্তিটি তৈরি করেছেন মাইসুরুর শিল্পী অর্জুন যোগীরাজ৷ দণ্ডায়মান অবস্থায় মূর্তির শ্রীমুখ এখনও আবৃত

তবে এই তালা সত্যিই রাম মন্দিরে ব্যবহার করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ মহেশ চাঁদ বলেন, আশা করি এই তালা রাম মন্দিরের নিরাপত্তার কাজে ব্যবহৃত হবে৷
তবে এই তালা সত্যিই রাম মন্দিরে ব্যবহার করা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়৷ মহেশ চাঁদ বলেন, আশা করি এই তালা রাম মন্দিরের নিরাপত্তার কাজে ব্যবহৃত হবে৷
অযোধ্যা : অবশেষে শুক্রবার প্রকাশিত হল অযোধ্যায় রাম মন্দিরের বহু প্রতীক্ষিত রামলালার মূর্তি৷ কালো পাথরে তৈরি এই বিগ্রহকে তুলে ধরা হয়েছে পাঁচ বছর বয়সি এক বালককে৷ বৃহস্পতিবার বিকেলে পবিত্র মন্ত্রোচ্চারণ এবং শাস্ত্রীয় আচার আচরণ পালনের মধ্যে রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপিত হয় রামলালার মূর্তি৷ ৫১ ইঞ্চি দৈর্ঘ্যের মূর্তিটি তৈরি করেছেন মাইসুরুর শিল্পী অর্জুন যোগীরাজ৷ দণ্ডায়মান অবস্থায় মূর্তির শ্রীমুখ এখনও আবৃত৷
সূত্র থেকে জানা গিয়েছে রামমন্দিরের গর্ভগৃহে ভগবান রামের আদি বিগ্রহ (রাম লালা বিরাজমান) এবং তাঁর ভাইয়ের মূর্তি স্থাপিত হবে নতুন মূর্তির সামনে৷ আদি বিগ্রহ পূজিত হয়ে আসছে ১৯৪৯ সাল থেকে৷ বর্তমানে নতুন মন্দির চত্বরে একটি অস্থায়ী মন্দিরে রাখা আছে আদি বিগ্রহটি৷ পুরো মন্দির চত্বর আগামী ২০ এবং ২১ জানুয়ারি বন্ধ থাকবে সাধারণ মানুষের জন্য৷ ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে নতুন বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা৷
advertisement
advertisement
advertisement
রামলালার আগি বিগ্রহ দৈর্ঘ্যে ৬ ইঞ্চি৷ তাঁর সঙ্গে রয়েছেন শ্রীরামচন্দ্রের ভাই ভরত, লক্ষ্ণণ, শত্রুঘ্ন এবং ভক্ত হনুমানের মূর্তিও৷ ২২ জানুয়ারি থেকে পুরনো এবং নতুন দুই বিগ্রহই একসঙ্গে দেখতে পাবেন পুণ্যার্থীরা৷ মাইসুরুর শিল্পী অরুণ যোগীরাজ, যিনি রাম লালার নতুন বিগ্রহ তৈরি করেছেন, তিনি কেদারনাথে স্থাপিত আদি শঙ্করাচার্যের মূর্তিও তৈরি করেছেন৷ তাঁর হাতেই নির্মিত হয়েছে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
First Photo Of Ram Lalla Idol : অবশেষে প্রকাশ্যে অযোধ্যার রামমন্দিরে রামলালার নতুন বিগ্রহের প্রথম ছবি! দেখুন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement