Ram Mandir Pran Pratishtha ceremony in Ayodhya: ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে কবে কী কী আচার পালন করা হবে অযোধ্যার রামমন্দিরে, জানুন

Last Updated:

Ram Mandir Pran Pratishtha ceremony in Ayodhya: আগামী ২২ জানুয়ারি পর্যন্ত একাধিক শাস্ত্রীয় আচরণবিধির পর হবে প্রাণপ্রতিষ্ঠা

রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা-সহ সারা দেশেই সাজো সাজো রব
রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা-সহ সারা দেশেই সাজো সাজো রব
রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অযোধ্যা-সহ সারা দেশেই সাজো সাজো রব। গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রায়শ্চিত্ত এবং কর্মকোটি পূজা। এর পর আগামী ২২ জানুয়ারি পর্যন্ত একাধিক শাস্ত্রীয় আচরণবিধির পর হবে প্রাণপ্রতিষ্ঠা। তাদের এক্স হ্যান্ডল (পূর্বের ট্যুইটার)-এ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র জানিয়েছেন, ‘‘শাস্ত্রীয় আচরণ পালনের পর বিকেলের অভিজি‍ৎ মুহূর্তে হবে প্রাণপ্রতিষ্ঠা।’’

১৬ জানুয়ারি

advertisement
প্রায়শ্চিত্ত এবং কর্মকোটি পূজার আয়োজন করা হয়েছিল৷ সরয়ূর তীরে অনুষ্ঠিত হয় দশবিধ স্নান রীতি৷ এই রীতিতে গোদান-সহ পূজিত হন ভগবান বিষ্ণু৷ এই পর্বে ব্রাহ্মণকে গাভী দান করা হয়৷
advertisement

১৭ জানুয়ারি

পরিসর প্রবেশ অনু্ঠিত হয়৷ এই রীতিতে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ৷ এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ৷ কারণ এর মাধ্যমেই প্রথম বার মন্দিরে প্রবেশ করে বিগ্রহ৷
১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রায়শ্চিত্ত এবং কর্মকোটি পূজা ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে প্রায়শ্চিত্ত এবং কর্মকোটি পূজা
advertisement

১৮ জানুয়ারি

এদিন সন্ধ্যায় তীর্থ পূজা, জলযাত্রা ও গন্ধ অধিবাস অনুষ্ঠিত হবে৷ সরযূ নদীর জল ঘড়ায় এনে পরিষ্কার করা হবে মন্দিরের গর্ভগৃহ৷ পালিত হবে ঔষধাধিবাস, কেশরাধিবাস এবং ঘৃতাধিবাস৷ এ দিনই অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূ্র্তি স্থাপিত হবে গর্ভগৃহের নির্দিষ্ট স্থানে৷ সন্ধ্যায় হবে তীর্থপূজন, জলযাত্রা এবং গন্ধাধিবাস অনুষ্ঠান৷
advertisement

১৯ জানুয়ারি

এদিন হবে অগ্নিস্থাপন, নবগ্রহ স্থাপন এবং মহাযজ্ঞ৷ বৈদিক মন্ত্রপাঠে আহুতি দান করা হবে মহাযজ্ঞে৷

২০ জানুয়ারি

advertisement
শর্করাধিবাস, পুষ্পাধিবাস এবং ফলাধিবাস পালিত হবে এদিন৷ পাশাপাশি করা বাস্তু শান্তির পুজো৷

২১ জানুয়ারি

গর্ভগৃহে স্থাপিত রামলালার বিগ্রহকে স্নান করানো হবে ১২৫ টি কলসের জলে৷ তার পর তাঁকে বিশ্রাম করার সুযোগ দেওয়া হবে৷ রাতে হবে শয্যা অধিবাস৷
advertisement

২২ জানুয়ারি

শাস্ত্রমতে সব আচার ও বিধি পালন করে মৃগশিরা নক্ষত্রে বৈকালিক অভিজিৎ মুহূর্ত, দুপুর ১২ টা বেজে ২০ মিনিটে স্তোত্রপাঠ, মন্ত্রোচ্চারণে প্রাণপ্রতিষ্ঠা হবে রামলালার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Mandir Pran Pratishtha ceremony in Ayodhya: ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে কবে কী কী আচার পালন করা হবে অযোধ্যার রামমন্দিরে, জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement