#পটনা: মহারাষ্ট্রের পর এবার বিহার ৷ রবিবার করোনা ভাইরাসের কোপে প্রাণ হারালেন ৩৮ বছরের এক তরুণের৷ খবর অনুযায়ী, এই তরুণ কিছুদিন ধরে পটনার এএইমসে ছিলেন আইসোলেশনে ৷ মুঙ্গেরের বাসিন্দা এই তরুণ রবিবারই শেষ নিশ্বাস ত্যাগ করে পটনার এএইমসে ৷ জানা গিয়েছে, তরুণ কিডনি সমস্যাতেও ভুগছিলেন ৷ দেশে এই প্রথম কোনও তরুণের প্রাণ যায় করোনা ভাইরাসে ৷ জানা গিয়েছে মৃত তরুণ কাতারে কর্মরত ছিলেন ৷
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬ ৷ করোনায় আক্রান্ত হয়ে রবিবার প্রাণ গেল মহারাষ্ট্রের ৫৬ বছরের এক ব্যক্তির ৷ মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ব্যক্তি করোনার কোপে মারা গেলেন ৷ এই রাজ্যেই ১০ জন আরও করোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে ৬ জন মুম্বইয়ের ও ৪ জন পুণের ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ ৷
ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ২৪ জন ৷ ভাইরাস মোকাবিলায় কার্যত লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷
এদিকে করোনা মোকাবিলায় নতুন পরীক্ষা বিধি জারি করল ICMR। নয়া বিধিতে বলা হয়েছে, সর্দি-কাশি-জ্বর-শ্বাসকষ্ট হলেই পরীক্ষা করতে হবে। উপসর্গ থাক না থাক, করোনা আক্রান্তের সংস্পর্শে এলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
দেশে করোনা সংক্রমণ দিনদিনই বাড়ছে। তাই সতর্কতা চরমে। শনিবার নয়া নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Corona death, Corona India Update, Death, India, Update