মহিলা পুলিশ অফিসারকে হেনস্থার অভিযোগে ফের FIR অর্ণব গোস্বামীর নামে !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
কর্তব্যরত এক মহিলা পুলিশ অফিসারকে হেনস্থা করার অভিযোগে নতুন করে এফআইআর দায়ের হল অর্ণব গোস্বামীর বিরুদ্ধে।
#মুম্বই: কর্তব্যরত এক মহিলা পুলিশ অফিসারকে হেনস্থা করার অভিযোগে নতুন করে এফআইআর দায়ের হল অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। এছাড়া ওই এফআইআরে অর্ণব ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করার জন্য তাঁর বাড়িতে গিয়েছিলেন পুলিশকর্মীদের একটি দল। কিন্তু, তাঁদের তিন ঘণ্টা বাড়িতে ঢুকতে দেননি অর্ণব। তাঁর স্ত্রী কর্তব্যরত পুলিশকর্মীদের কাজে বাধা দিয়েছেন। অর্ণব গোস্বামী একজন মহিলা পুলিশ আধিকারিককে হেনস্থা করেছেন। তাই পরে ফের নতুন করে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩,৫০৪. ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
FIR registered against Republic TV Editor-in-chief Arnab Goswami for allegedly assaulting a lady police officer when police team reached his residence in Mumbai this morning.
— ANI (@ANI) November 4, 2020
advertisement
২০১৮ সালের একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাতেই অর্ণবকে গ্রেফতার করা হয়েছে বলে খবর৷ এ দিন সকালেই মুম্বইতে অর্ণব গোস্বামীর বাড়িতে হানা দেয় মুম্বইয়ের রায়গড়ের পুলিশ আধিকারিকরা৷ সকালেই গ্রেফতার করা হয় তাঁকে৷ প্রাথমিক পাওয়া তথ্যে জানা গিয়েছে, ২০১৮ সালে অনভয় নায়েক নামে এক ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেছিলেন৷ অর্ণব তাঁর পাওনা ৮৩ লক্ষ টাকা মেটাননি বলেই ওই ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেন বলে অভিযোগ৷ সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে রিপাব্লিক টিভি-র এডিটরকে৷ এই মামলায় অর্ণব গোস্বামী ছাড়াও ফিরোজ শেখ এবং নীতীশ সারদা বলে আরও দু' জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পুলিশ৷
advertisement
এই মামলার তদন্ত বন্ধ হয়ে গেলেও চলতি বছরের মে মাসে ফের এই মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ আত্মঘাতী ইন্টেরিয়র ডিজাইনারের মেয়ে নতুন করে অভিযোগ দায়েরের পরই এই নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকার৷ রিপাব্লিক টিভি-র তরফে এর আগে তাদের বিরুদ্ধে কোনও কোনও মহলের থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচারের অভিযোগ তোলা হয়েছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2020 9:11 PM IST