ছবি আগে কে তুলবে! তুমুল মারামারি বিয়েবাড়িতে, পরে যা হল

Last Updated:

জানা গিয়েছে, বর এবং কনেপক্ষের অনেকেই মারামারি শুরু করেন। আহত হন অনেকে।

#সিতামারহি:  বিয়ে বাড়িতে বেনজির কাণ্ড। বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে তুমুল মারামারি। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। শেষ পর্যন্ত মারামারি থামাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাটি ঘটেছে বিহারের সিতামারহি এলাকায়। তবে কী কারণে, মারামারি শুরু হয়েছে, তা শুনে হতবাক হয়ে গিয়েছেন অনেকেই।
সূত্রের খবর, বিয়ের মঞ্চে প্রথম ঝগড়া শুরু হয় কে আগে ছবি তুলবেন। বর এবং কনের মধ্যে শুরু হয় তুমুল বচসা। সেই বচসাতে জড়িয়ে পড়ে বর এবং কনেপক্ষ। জানা গিয়েছে, বর এবং কনেপক্ষের অনেকেই মারামারি শুরু করেন। আহত হন অনেকে। এমনকী গুরুতর জখম অবস্থায় বেশ কয়েকজনকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। কিন্তু বর এবং কনে কিছুতেই একে অপরকে বিয়ে করতে চাননি। বিয়ের কাজ অর্ধেক অবস্থায় হাতহাতি শুরু হয়েছিল। এর জেরে বিপাকে পড়ে দুই বাড়ির লোক। শেষে বরের সঙ্গে আলাদা ভাবে কথা বলে পুলিশ। তারপরে বিয়েতে রাজি হন বর। কিছু সময়ের পরে কনেও বিয়েতে রাজি হয়ে যান। শেষে দু পক্ষের সন্মতিতে বিয়ে শেষ হয়।
advertisement
advertisement
সামান্য ছবি তোলা ঘিরে এমন পরিস্থিতি হবে, তা কেউই আন্দাজ করতে পারেনি। তবে বিয়ে বাড়িতে বিভিন্ন কাণ্ডে বচসা থেকে ঝগড়া হয়ে থাকে।
কিন্তু ছবি তোলা নিয়ে ঝগড়া এককথায় বেনজির বলাই চলে। তুমুল মারামারির জেরে বিয়ে বাড়িতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
ছবি আগে কে তুলবে! তুমুল মারামারি বিয়েবাড়িতে, পরে যা হল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement