ফের জিও ধামাকা ! জিও ফোন টু মিলবে অত্যাধুনিক এই ফিচারগুলি

Last Updated:

বর্ষার বাজারে জিও-হাঙ্গামা। পুরনো ফিচার ফোন বদলে, মাত্র ৫০১ টাকা দিলেই নতুন জিও ফোন। বাজারে আসছে জিও ফোন টু-ও।

#মুম্বই: বর্ষার বাজারে জিও-হাঙ্গামা। পুরনো ফিচার ফোন বদলে, মাত্র ৫০১ টাকা দিলেই নতুন জিও ফোন। বাজারে আসছে জিও ফোন টু-ও। ১৫ অগাস্ট থেকে এই ফোন পাওয়া যাবে। দাম ২ হাজার ৯৯৯ টাকা। এর পাশাপাশি জিও চালু করছে ব্রডব‍্যান্ড পরিষেবা।
ফের জিও ধামাকা। পনেরোই অগাস্ট বাজারে আসছে নতুন জিও ফোন। জিও ফোন টু।
advertisement
জিও ফোন টু এবার একেবারে অন্য চেহারায়।
থাকছে কোয়েরটি কিপ‍্যাড
২ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে
ডুয়াল সিম
২০০০ এমএএইচ ব‍্যাটারি
advertisement
১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড
সামনে ভিজিএ ক‍্যামেরা। পিছনের ক‍্যামেরা টু মেগাপিক্সেল
৫১২ এমবি RAM এবং চার জিবি ইন্টারনাল স্টোরেজ
এর পাশাপাশি জিও আনছে মনসুন হাঙ্গামা।
বৃহস্পতিবার মুম্বইয়ে ছিল রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা। এখানেই ঘোষণা করা হয়, জিও এবার বাজারে আনতে চলেছে ফিক্সড লাইন ব্রডব‍্যান্ড কানেকটিভিটি পরিষেবা। নাম - জিও গিগা ফাইবার সার্ভিস।
advertisement
আকাশ আম্বানি বলেছে --- জিও গিগা রাউটার ও সেট টপ বক্স নিয়ে
ইশা আম্বানি বলেছে জিও গিগা টিভি কলিং নিয়ে
কিন্তু, এই আকর্ষণীয় পরিষেবা চালু হবে কবে থেকে?
শুধু আর কদিনের অপেক্ষা। তারপরই হাতে নতুন জিও ফোন। নতুন জিও ব্রডব্যান্ড।
বাংলা খবর/ খবর/দেশ/
ফের জিও ধামাকা ! জিও ফোন টু মিলবে অত্যাধুনিক এই ফিচারগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement