#মুম্বই: বর্ষার বাজারে জিও-হাঙ্গামা। পুরনো ফিচার ফোন বদলে, মাত্র ৫০১ টাকা দিলেই নতুন জিও ফোন। বাজারে আসছে জিও ফোন টু-ও। ১৫ অগাস্ট থেকে এই ফোন পাওয়া যাবে। দাম ২ হাজার ৯৯৯ টাকা। এর পাশাপাশি জিও চালু করছে ব্রডব্যান্ড পরিষেবা।
আরও পড়ুন: অবশেষে ঘেরাওমুক্ত উপাচার্য, ক্লাস বয়কট-সহ ক্যাম্পাসে ধর্মঘটের ডাক আন্দোলনকারীদের
ফের জিও ধামাকা। পনেরোই অগাস্ট বাজারে আসছে নতুন জিও ফোন। জিও ফোন টু।
জিও ফোন টু এবার একেবারে অন্য চেহারায়।
থাকছে কোয়েরটি কিপ্যাড
২ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে
ডুয়াল সিম
২০০০ এমএএইচ ব্যাটারি
১২৮ জিবি পর্যন্ত এসডি কার্ড
সামনে ভিজিএ ক্যামেরা। পিছনের ক্যামেরা টু মেগাপিক্সেল
৫১২ এমবি RAM এবং চার জিবি ইন্টারনাল স্টোরেজ
এর পাশাপাশি জিও আনছে মনসুন হাঙ্গামা।
আরও পড়ুন: কী এই jio Giga Fiber ? কীভাবে কাজ করবে জিও-র এই নতুন পরিষেবা
বৃহস্পতিবার মুম্বইয়ে ছিল রিলায়েন্সের বার্ষিক সাধারণ সভা। এখানেই ঘোষণা করা হয়, জিও এবার বাজারে আনতে চলেছে ফিক্সড লাইন ব্রডব্যান্ড কানেকটিভিটি পরিষেবা। নাম - জিও গিগা ফাইবার সার্ভিস।
আরও পড়ুন: স্বামীর মাথায় অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ
আকাশ আম্বানি বলেছে --- জিও গিগা রাউটার ও সেট টপ বক্স নিয়েইশা আম্বানি বলেছে জিও গিগা টিভি কলিং নিয়ে
কিন্তু, এই আকর্ষণীয় পরিষেবা চালু হবে কবে থেকে?
শুধু আর কদিনের অপেক্ষা। তারপরই হাতে নতুন জিও ফোন। নতুন জিও ব্রডব্যান্ড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jio, Jio Phone 2