কী এই jio Giga Fiber ? কীভাবে কাজ করবে জিও-র এই নতুন পরিষেবা

Last Updated:

বৃহস্পতিবার হয়ে গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ৷ রিলায়েন্সের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়্যারম্যান মুকেশ আম্বানি ঘোষণায় উঠে এল জিও নিয়ে নতুন পরিষেবা ৷

#মুম্বই: বৃহস্পতিবার হয়ে গেল রিলায়েন্স ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ৷ রিলায়েন্সের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়্যারম্যান মুকেশ আম্বানি ঘোষণায় উঠে এল জিও নিয়ে নতুন পরিষেবা ৷ ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণে জিওর তরফ থেকে এবার বাজারে আসতে চলেছে জিও-র ব্রডব্যান্ড ও ফিক্সড লাইন পরিষেবা ৷ বৃহস্পতিবারের বার্ষিক সাধারণ সভায় মুকেশ আম্বানি লঞ্চ করলেন জিও গিগা ফাইবার ৷ মুকেশ আম্বানির কথায়, প্রায় ১,১০০ শহরে, ব্যবসায়ী, ছোট ও মাঝারি বাণিজ্যিক সংস্থা ও বড়সড় শিল্প প্রতিষ্ঠানেও মিলবে জিও-র এই নতুন উন্নত ব্রডব্যান্ড পরিষেবা ৷
১৫ অগস্ট থেকেই শুরু হবে জিও-র গিগা-ফাইবার পরিষেবার রেজিস্ট্রেশন ৷ রেজিস্ট্রেশন করা যাবে myjio ও jio.com-এ ৷
তা কীভাবে কাজ করবে জিও-র এই নতুন পরিষেবা ?
জিও-র এই ওয়াইফাই পরিষেবা তৈরি অপটিকাল ফাইবার দিয়ে ৷ একটি ‘ফাইবার কেবল’ আপনার বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ তবে শেষের কানেকশনটা তৈরি হবে তামার তার দিয়েই ৷ ইন্টারনেটে দ্রুত গতি তৈরি করতেই এই ব্যবস্থা ৷
advertisement
advertisement
WHAT’S JIO FIBER
কী কী চালানো সম্ভব ওয়াইফাইয়ে ?
জিও গিগা ফাইবার গোটা বাড়িকে ইন্টারনেটের আওতায় মুড়ে ফেলতে স্বচেষ্ট ৷ একই সঙ্গে এই গিগা ফাইবার পরিষেবা আপনার বাড়ির নিরাপত্তা, হোম অটোমেশন, ল্যান্ডলাইন পরিষেবা, কেবল টিভি, ব্রডব্যান্ড পরিষেবা প্রদান করবে ৷
advertisement
রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি জানান, ‘জিও গিগা ফাইবার অফিস কানেক্টিভিটি প্লাটফর্ম ৷ এই প্লাটফর্ম ডিজিটাল ইন্ডিয়া দ্রুত বৃদ্ধি করবে ৷ শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করছে রিলায়েন্স ৷ জিও প্রথম ভারতের মোবাইল ভিডিও নেটওয়ার্ক ৷ ২৯০ মিনিট প্রতিদিন জিও ব্যবহৃত হয় ৷ ডেটা ব্যবহারে সর্বোচ্চ স্থানে জিও ৷’
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কী এই jio Giga Fiber ? কীভাবে কাজ করবে জিও-র এই নতুন পরিষেবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement