গুডফ্রাইডের দিনই কি ক্রুশবিদ্ধ হতে চলেছেন ফাদার টম ?
Last Updated:
গুডফ্রাইডের দিনই কি ক্রুশবিদ্ধ হতে চলেছেন ভারতীয় যাজক টম উঝুন্নালিল ? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা পোস্ট দেখে তো তেমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷
#দামাস্কাস: গুডফ্রাইডের দিনই কি ক্রুশবিদ্ধ হতে চলেছেন ভারতীয় যাজক টম উঝুন্নালিল ? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা পোস্ট দেখে তো তেমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷ গত ৪ মার্চ ইয়েমেনে প্রবীণদের একটি আবাসিক হোমে হামলা চালিয়ে ৪ জন সন্ন্যাসিনী-সহ ১৬জনকে হত্যা করে আইসিস জঙ্গিরা। তার পর থেকেই ওই হোমের আবাসিক, আদতে বেঙ্গালুরুর বাসিন্দা ৫৬ বছরের ফাদার টমের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে তাঁকে আইসিস জঙ্গিরা অপহরণ করেছেন ৷ ফাদার টমের জন্য এখন প্রার্থনা করা ছাড়া কোনও উপায় নেই ওই হোমের অন্যান্য সন্ন্যাসীদের ৷ হোমের এক প্রতিবেশীর বয়ান অনুযায়ী, হামলার পরে ফাদার টমকে জঙ্গিদের গাড়িতে দেখেছিলেন তিনি। তারপরে থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।