প্রতিশ্রুতি ছিল ১৫ লক্ষ টাকার, দিলেন ২ হাজার ! এমনই কৃষক-দরদী প্রধানমন্ত্রী: কমলনাথ

Last Updated:
#নয়াদিল্লি: কথা দিয়েছিলেন কৃষক পরিবার পিছু বছরে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ সেখানে এসে দাঁড়াল 6 হাজার ! তাও আবার নির্বাচনের ২ মাস আগে ! এতেই বোঝা যায় যতই কতটা কৃষক-দরদী দেশের প্রধানমন্ত্রী, রাইজিং ইন্ডিয়ার মঞ্চে এভাবেই নরেন্দ্র মোদিকে বিঁধলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ৷ তবে দেশের ভোটাররা যথেষ্টই বুদ্ধিমান ৷ তারা ভালই বুঝবেন প্রধানমন্ত্রী এমন চাল ৷
advertisement
Rising India Summit 2019-এ এসে কমলনাথ বলেন যে মাত্র ৬হাজার টাকা ইন্সটলমেন্ট দেওয়া হচ্ছে কৃষক পরিবারদের ৷ দেশের কৃষকরা মোটেই বোকা নন ৷ তারা ভালই বুঝবেন সরকার তাদের কতটা পাশে আছে ৷ মধ্যপ্রদেশের প্রসঙ্গে টেনে এনে তিনি বলেন যে তাঁর রাজ্যে প্রায় ২৫ লক্ষ চাষী পরিবারকে কৃষি ঋণ মুকুব করা হয়েছে ৷ ১০দিনের মধ্যে তার কার্যকর হবে বলে জানান কংগ্রেসের এই প্রবীণ নেতা ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিশ্রুতি ছিল ১৫ লক্ষ টাকার, দিলেন ২ হাজার ! এমনই কৃষক-দরদী প্রধানমন্ত্রী: কমলনাথ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement