#নয়াদিল্লি: কথা দিয়েছিলেন কৃষক পরিবার পিছু বছরে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ সেখানে এসে দাঁড়াল 6 হাজার ! তাও আবার নির্বাচনের ২ মাস আগে ! এতেই বোঝা যায় যতই কতটা কৃষক-দরদী দেশের প্রধানমন্ত্রী, রাইজিং ইন্ডিয়ার মঞ্চে এভাবেই নরেন্দ্র মোদিকে বিঁধলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ ৷ তবে দেশের ভোটাররা যথেষ্টই বুদ্ধিমান ৷ তারা ভালই বুঝবেন প্রধানমন্ত্রী এমন চাল ৷
আরও পড়ুন ‘কীভাবে বলা হচ্ছে যে দেশে চাকরি হয়নি, শুধু বাংলাতেই যদি ৯ লক্ষ কর্মসংস্থান হয়ে থাকে...!’: মোদি
Rising India Summit 2019-এ এসে কমলনাথ বলেন যে মাত্র ৬হাজার টাকা ইন্সটলমেন্ট দেওয়া হচ্ছে কৃষক পরিবারদের ৷ দেশের কৃষকরা মোটেই বোকা নন ৷ তারা ভালই বুঝবেন সরকার তাদের কতটা পাশে আছে ৷ মধ্যপ্রদেশের প্রসঙ্গে টেনে এনে তিনি বলেন যে তাঁর রাজ্যে প্রায় ২৫ লক্ষ চাষী পরিবারকে কৃষি ঋণ মুকুব করা হয়েছে ৷ ১০দিনের মধ্যে তার কার্যকর হবে বলে জানান কংগ্রেসের এই প্রবীণ নেতা ৷
আরও দেখুননিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।