মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বয়কট করুন, আহ্বান বিখ্যাত দরগার

Last Updated:

উত্তরপ্রদেশের বরেলির দরগা আলা হজরত-এর মৌলানা তাঁর অনুগামী ও দেশের সব মসজিদের প্রধানকে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার না ব্যবহার করার আবেদন জানালেন৷

#বরেলি: করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে যখন অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের উপরে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা, তখন উত্তরপ্রদেশের বরেলির দরগা আলা হজরত-এর মৌলানা তাঁর অনুগামী ও দেশের সব মসজিদের প্রধানকে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার না ব্যবহার করার আবেদন জানালেন৷
দরগা আলা হজরতের সুন্নি মার্কেজ দারুল ইফতার মুফতি নাস্তার ফারুকির কথায়, 'ইসলাম ধর্মে অ্যালকোহল নিষিদ্ধ৷ তাই মুসলিমদের অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা উচিত নয়৷ মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা হলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে৷ ঈশ্বরের বাসস্থান অপবিত্র করতে পারেন না৷ একটি অপবিত্র স্থানে নমাজ পড়া যায় না৷ জেনেশুনে একটি মসজিদকে অপবিত্র করা মানে পাপ করা৷ আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, ওই স্যানিটাইজার বর্জন করুন৷'
advertisement
advertisement
অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারের 'পাপ' থেকে উদ্ধারের বিকল্প রাস্তাও বলেছেন তিনি৷ তাঁর বক্তব্য, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারের বদলে মসজিদ চত্বরে সাবান, ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু দিয়ে ভালো করে হাত ধোয়া যায়৷
প্রসঙ্গত, শুধু মসজিদ নয়, বেশ কিছু মন্দিরও চত্বরে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহারের বিরুদ্ধে মত জানিয়েছে৷ মথুরার বেশি কিছু বিখ্যাত মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা মন্দির চত্বরে অ্যালকোহলবেসড হ্যান্ডস্যানিটাইজারের বিরুদ্ধে৷
বাংলা খবর/ খবর/দেশ/
মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বয়কট করুন, আহ্বান বিখ্যাত দরগার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement