Poverty in India: এক ধাক্কায় ২৭.১ থেকে ৫.৩ শতাংশে নামল ভারতে দারিদ্র্যতার হার, বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে স্বস্তি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Poverty in India: দারিদ্রতা সূচকে অনেকটা উন্নতি করল ভারত। এক ধাক্কায় ৫ শতাংশে নামল দারিদ্রতার হার। ২০২২-২৩ সালের ভারতের ৭.৫২ কোটি মানুষ চরম দরিদ্র্য ছিলেন।
নয়াদিল্লি: দারিদ্র্যতা সূচকে অনেকটা উন্নতি করল ভারত। এক ধাক্কায় ৫ শতাংশে নামল দারিদ্রতার হার। ২০২২-২৩ সালের ভারতের ৭.৫২ কোটি মানুষ চরম দরিদ্র্য ছিলেন। ২০১১-১২ সালে এই সংখ্যা ছিল ৩৪.৪৪ কোটি।
বিশ্ব ব্যাঙ্কের এই রিপোর্টে স্বস্তিতে কেন্দ্র। ২০১১-১২ সালে ভারতের ২৭.১ শতাংশ মানুষ চরম দরিদ্র ছিলেন। ২০২২-২৩ সালে সেই পরিমাণ কমে হযেছে ৫.৩ শতাংশ। অর্থাৎ বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ভারতের ২৬.৯ কোটি মানুষের চরম দারিদ্রসীমা থেকে মুক্তি ঘটেছে।
advertisement
advertisement
২০১১-১২ সালে ভারতের মোট চরম দারিদ্রসীমায় থাকা মানুষদের ৬৫ শতাংশ থাকতেন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং মধ্যপ্রদেশে। এই রাজ্যগুলিরও দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের উন্নতি ঘটেছে।
শুধু তাই নয় শহর এবং গ্রামেরও কত মানুষ এখন চরম দারিদ্রসীমায় রয়েছেন তা প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। গ্রামের মানুষদের মধ্যে এর শতকরা হার ১৮.৪ শতাংশ থেকে নেমে এসেছে ২.৮ শতাংশ। শেষ ১১ বছরে চরম দরিদ্র মানুষদের হার কমেছে শহরেও। শহরে এই অঙ্ক দাঁড়িয়েছে ১০.৭ শতাংশ থেকে কমে ১.১ শতাংশ। এই হিসাব থেকে স্পষ্ট, দারিদ্রতা দূরিকরণে ভাল কাজ করছে ভারত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 9:55 PM IST