UP Assembly Election 2022: শক্তি বাড়ছে যোগীর, আবারও ভাঙন সপা, বসপায়!

Last Updated:

UP Assembly Election 2022: শনিবার বিজেপিতে যোগ দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী রঙ্গনাথ মিশ্র। মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি সরকারে ২০০৭-১২ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। বিজেপিতে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক মণীশ রাওয়াতও ৷

প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী যোগী আদিত্যনাথ৷
প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী যোগী আদিত্যনাথ৷
#লখনউ: উত্তরপ্রদেশে আরও বাড়ছে যোগীর ক্ষমতা ও শক্তি৷ বিধানসভা নির্বাচনের আগে (UP Assembly Election 2022) শনিবার বিজেপিতে যোগ দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী রঙ্গনাথ মিশ্র (Rangnath Mishra)। মায়াবতীর নেতৃত্বাধীন বিএসপি (BSP) সরকারে ২০০৭-১২ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন তিনি। সমাজবাদী পার্টির (SP) প্রাক্তন বিধায়ক মণীশ রাওয়াতও (Manish Rawat) বিজেপিতে যোগ দিয়েছেন৷ রাওয়াতের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রতি বিশ্বাস থেকেই দলে যোগ দিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে। ইউপি বিজেপি প্রধান স্বতন্ত্র দেব সিং নেতাদের দলে স্বাগত জানিয়েছেন।
advertisement
advertisement
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election 2022) আগে কংগ্রেস(Congress) শিবিরে ফের বড়সড় ভাঙন তো ধরেছিল আগেই৷ প্রাক্তন রায়বরেলি (সদর) বিধায়ক অদিতি সিং(Aditi Singh) প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির টিকিটে৷ প্রিয়াঙ্কা গান্ধিকেও (Priyanka Gandhi) এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ ছু়ড়েছেন তিনি। এবার ভাঙন সমাজবাদী ও বহুজন সমাজবাদী পার্টিতেও৷ সমাজবাদী পার্টি শুধু নয়, যাদবের পরিবারেও বড়সড় ভাঙন ধরেছে আগেই৷ বিজেপিতে যোগ দিয়েছেন মুলায়ম সিং যাদবের পুত্রবধূ তথা অখিলেশ যাদবের ভ্রাতৃবধূ অপর্ণা যাদব। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের কদিন আগে এসব অপ্রত্যাশিত ঘটনা বিজেপির কাছে বড় প্রাপ্তি৷
advertisement
গতকালই অখিলেশকে তুলোধোনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ সমাজবাদী পার্টিকে অনাচার এবং গুন্ডারাজের আখড়া বললেন স্মৃতি।মেরট (দক্ষিণ) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সমাজবাদী পার্টির প্রার্থী আদিল চৌধুরীর দেওয়া হুমকির কথা উল্লেখ করে স্মৃতি বলেন, রাজনীতিতে অপরাধপ্রবণতাই অখিলেশ যাদবের (Akhilesh Yadav) নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির (SP) ভিত্তি ছিল। এটি কোনওদিনই বদলাবে না।
advertisement
উত্তরপ্রদেশে টানা চতুর্থবার নির্বাচনে জয়ের রেকর্ড গড়তে মরিয়া বিজেপিরযোগী আদিত্যনাথ। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মাঝে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও এই রাজ্যে বিপুল ভোট পেয়েছে বিজেপি। লোকসভা, বিধানসভা মিলিয়ে গত তিন নির্বাচনে কেউ ধারের কাছেও আসতে পারেনি গেরুয়া শিবিরের। দেশের রাজনৈতিক মহলের নজর যোগীর দিকে। শক্তি বাড়ায় জয়ের আশাও বাড়ছে যোগীর (Yogi Adityanath)৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
UP Assembly Election 2022: শক্তি বাড়ছে যোগীর, আবারও ভাঙন সপা, বসপায়!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement