CPIM: ধর্মঘট পিছলো এক মাস, হাঁফ ছাড়লো আলিমুদ্দিন স্ট্রিট

Last Updated:

একদিকে ধর্মঘট সমর্থন ও সেটাকে সফল করার রাজনৈতিক দায়, অন্যদিকে রাজ্য কমিটির সদস্যদের যুক্তি৷ এই দুয়ের মাঝে শ্যাম ও কূল রেখে বিকল্প পথ পেতে মরিয়া ছিলেন আলিমুদ্দিনের কর্তারা (CPIM West Bengal)।

স্বস্তিতে সিপিএম নেতৃত্ব৷
স্বস্তিতে সিপিএম নেতৃত্ব৷
#কলকাতা: ১২ দফা দাবি নিয়ে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি। ধর্মঘটকে সমর্থন জানিয়ে প্রচারের প্রস্তুতিও নিতে শুরু করেছিল সিপিএম (CPIM) সহ বাম দলগুলি। কিন্তু বৃহস্পতিবার শুরু হওয়া সিপিএমের দু' দিনের রাজ্য কমিটির বৈঠকে সেই ধর্মঘটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন বেশিরভাগ নেতাই। তাঁদের বক্তব্য ধর্মঘটের দাবিগুলি সমর্থনযোগ্য হলেও এই সময়ে ধর্মঘটে (Nationwide Strike) বিপাকে পড়বেন সাধারণ মানুষ।
এমনিতেই লকডাউনের জন্য আর্থিক সমস্যায় পড়তে হয়েছে। বিধিনিষেধ একটু শিথিল হলেও তৃতীয় ঢেউয়ে আবার গৃহবন্দি হতে হয়েছে মানুষকে। এমন অবস্থায় ধর্মঘট বাড়তি সমস্যার সৃষ্টি করতে পারে। যে মানুষের দাবি নিয়ে ধর্মঘট তাঁরাই যদি ধর্মঘটের জন্য তাঁরাই সমস্যায় পড়েন তাহলে ভুল বার্তা যাবে। একই সঙ্গে ভোট এবং কোভিড পরিস্থিতির বিষয়টাও তুলে ধরেন অনেকে৷
advertisement
advertisement
একদিকে ধর্মঘট সমর্থন ও সেটাকে সফল করার রাজনৈতিক দায়, অন্যদিকে রাজ্য কমিটির সদস্যদের যুক্তি৷ এই দুয়ের মাঝে শ্যাম ও কূল রেখে বিকল্প পথ পেতে মরিয়া ছিলেন আলিমুদ্দিনের কর্তারা। আলোচনা চলছিল দু' দিনের বদলে একদিন প্রতিকী ধর্মঘট করা যায় কি না তা নিয়েও। অথবা শিল্প ধর্মঘটের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় কি না। বিষয়টি নিয়ে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও হস্তক্ষেপ করতে হয়।
advertisement
ট্রেড ইউনিয়নগুলির সঙ্গেও আলোচনার করে মীমাংসা করার চিন্তাভাবনা চলতে থাকে। সেই সময়েই দিল্লি থেকে খবর আসে একমাস পিছোচ্ছে ধর্মঘট। ২৩-২৪ ফেব্রুয়ারির বদলে ২৮-২৯ মার্চে সেই ধর্মঘট করা হবে। করোনা ও ভোটের কারণে ধর্মঘট পিছনো হলো। আর এর ফলেই কার্যত ঘাম দিয়ে জ্বর ছাড়লো সিপিএম নেতৃত্বের৷
advertisement
তবে ধর্মঘট যে দিনই হোক না কেন, ধর্মঘটের সমর্থনে প্রচার কর্মসূচি করার জন্য নিচুতলায় নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের প্রচারেও ধর্মঘটের সমর্থনে প্রচার করতে বলা হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে ধর্মঘট হলেও রাজ্যের যে বিষয়গুলি নিয়ে দলের তরফে কর্মসূচি নেওয়া হচ্ছে, ধর্মঘটের প্রচারে সেই বিষয়গুলিকেও নিয়ে মানুষের মধ্যে প্রচার করার কৌশল নিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: ধর্মঘট পিছলো এক মাস, হাঁফ ছাড়লো আলিমুদ্দিন স্ট্রিট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement