কাশ্মীরের পথে ইউরোপীয় প্রতিনিধিরা, তাহলে আমাদের কেন আটকাচ্ছন ? তীব্র ক্ষোভ বিরোধীদের
Last Updated:
৩৭০ ধারা বাতিলের পর বেশ কয়েকবার কাশ্মীরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেসের কিছু নেতা৷ তবে পথেই আটকে দেওয়া হয় তাদের৷
#কাশ্মীর: কাশ্মীরের পথে ইউরোপীয় প্রতিনিধিরা৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন ২৭ জন ইউরোপীয় প্রতিনিধি৷ তারপর আজ, অর্থাৎ মঙ্গলবার এই প্রতিনিধি দল পৌঁছবে কাশ্মীরা৷ কাশ্মীরের পরিস্থিতি ঘুরে দেখবেন তারা৷ ৩৭০ ধারা বাতিলের পর প্রথম ভূসর্গে ঢুকছে কোনও প্রতিনিধি দল৷ ভূস্বর্গরে বেশ কিছু এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে৷
৩৭০ ধারা বাতিলের পর বেশ কয়েকবার কাশ্মীরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেসের কিছু নেতা৷ তবে পথেই আটকে দেওয়া হয় তাদের৷ তাই বিদেশী এই প্রতিনিধিদের কাশ্মীর যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস নেতারা৷ রাহুল গান্ধি ট্যুইটে লিখেছেন যে বিদেশী প্রতিনিধিরা কাশ্মীর যেতে পারলেও, দেশের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হচ্ছে না৷ মেহবুবা মুফতি জানিয়েছেন যে মঙ্গলবার বোর্ডের পরীক্ষা রয়েছে৷ পরিস্থিতি যাই হোক না কেন, কাশ্মীরে শান্তি বজায় আছে তুলে ধরেতে, পড়ুয়াদের পরীক্ষায় হাজিরা দিতেই হবে৷ বিদেশী প্রতিনিধিদের এই সফর নিয়ে মেহবুবার প্রতিক্রিয়া, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু বাইরের লোক আসছেন!
advertisement
advertisement
বিরোধীদের অভিযোগ, আন্তর্জাতিক মহলে দেশের এবং বিশেষ করে কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইতিবাচক বার্তা দিতেই বিজেপি সরকারের এই চাল৷ যদিও প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কাশ্মীরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই কাশ্মীরের পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন৷
advertisement
No coincidence that EU MPs trip tomorrow coincides with board exams for over 60,000 students in Kashmir. They have no choice but to appear for the exam tomorrow just to lend credence to ‘all is normal’ acrobatics.
— Mehbooba Mufti (@MehboobaMufti) October 28, 2019
advertisement
MPs from Europe are welcome to go on a guided tour of Jammu & #Kashmir while Indian MPs are banned & denied entry.
— Rahul Gandhi (@RahulGandhi) October 28, 2019
There is something very wrong with that.https://t.co/rz0jffrMhJ
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2019 9:42 AM IST