• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • চাকরি যাওয়ার ৩০দিনের মাথায় তুলতে পারবেন পিএফের ৭৫% টাকা

চাকরি যাওয়ার ৩০দিনের মাথায় তুলতে পারবেন পিএফের ৭৫% টাকা

Photo Courtesy : PTI

Photo Courtesy : PTI

চাকরি ছাড়ার একমাসের মাথায় এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড থেকে তুলতে পারবেন ৭৫ শতাংশ টাকা ৷ এমনই সিদ্ধান্ত হল আজকের ইপিএফও-র বৈঠকে ৷ এছাড়াও চাকরি ছাড়া বা চাকরি যাওয়ার পরও প্রভিডেন্ট ফান্ড চালিয়ে যেতে পারবেন যে কোন ব্যক্তি ৷

 • Share this:

  #নয়াদিল্লি: চাকরি ছাড়ার একমাসের মাথায় এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড থেকে তুলতে পারবেন ৭৫ শতাংশ টাকা ৷ এমনই সিদ্ধান্ত হল আজকের ইপিএফও-র বৈঠকে ৷ এছাড়াও চাকরি ছাড়া বা চাকরি যাওয়ার পরও প্রভিডেন্ট ফান্ড চালিয়ে যেতে পারবেন যে কোন ব্যক্তি ৷ সেক্ষেত্রে শেষ কর্মক্ষেত্রের নামের সঙ্গেই যুক্ত থাকবে পিএফ অ্যাকাউন্ট ৷ ৭৫ শতাংশ টাকা তুলে নেওয়ার পর কেউ চাইলে দুমাসের শেষে তুলে নিতে পারবেন বাকি ২৫ শতাংশ টাকা ৷ ইপিএফও-র চেয়ারম্যান ও শ্রম মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোরের কথাতেই বিষয়টি স্পষ্ট হয়েছে ৷

  আরও পড়ুনএবার ঘরে বসেই পেতে পারবেন পাসপোর্ট ! ডাউনলোড করুন এই অ্যাপ

  বর্তমান নিয়ম অনুযায়ী চাকরি ছাড়ার দুমাস পর প্রভিডেন্ড ফান্ডে থেকে টাকা পয়সা তুলে অ্যাকাউন্ট বন্ধ করতে হয় ৷ কিন্তু নতুন নিয়ম চালু হওয়ার পর সুবিধা পাবেন চাকুরিজীবীরা ৷ বহুক্ষেত্রেই পুরনো ও নতুন চাকরির মাঝে থাকে কিছু মাসের ফারাক ৷ নতুন নিয়ম চালু হলে চাকুরিজীবীদের পিএফ অ্যাকাউন্টে কোন হেরফের হবে না ৷ ছেদও পড়বে না অ্যাকাউন্টের লেনদেনে ৷ কিছু মাস পর ফের নতুন চাকরি পেলে তার সঙ্গে যুক্ত হবে পুরনো পিএফ ৷ এই নিয়মে নিঃসন্দেহে উপকৃত হবেন চাকুরিজীবীরা ৷

  First published: