চাকরি যাওয়ার ৩০দিনের মাথায় তুলতে পারবেন পিএফের ৭৫% টাকা
Last Updated:
চাকরি ছাড়ার একমাসের মাথায় এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড থেকে তুলতে পারবেন ৭৫ শতাংশ টাকা ৷ এমনই সিদ্ধান্ত হল আজকের ইপিএফও-র বৈঠকে ৷ এছাড়াও চাকরি ছাড়া বা চাকরি যাওয়ার পরও প্রভিডেন্ট ফান্ড চালিয়ে যেতে পারবেন যে কোন ব্যক্তি ৷
#নয়াদিল্লি: চাকরি ছাড়ার একমাসের মাথায় এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড থেকে তুলতে পারবেন ৭৫ শতাংশ টাকা ৷ এমনই সিদ্ধান্ত হল আজকের ইপিএফও-র বৈঠকে ৷ এছাড়াও চাকরি ছাড়া বা চাকরি যাওয়ার পরও প্রভিডেন্ট ফান্ড চালিয়ে যেতে পারবেন যে কোন ব্যক্তি ৷ সেক্ষেত্রে শেষ কর্মক্ষেত্রের নামের সঙ্গেই যুক্ত থাকবে পিএফ অ্যাকাউন্ট ৷ ৭৫ শতাংশ টাকা তুলে নেওয়ার পর কেউ চাইলে দুমাসের শেষে তুলে নিতে পারবেন বাকি ২৫ শতাংশ টাকা ৷ ইপিএফও-র চেয়ারম্যান ও শ্রম মন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোরের কথাতেই বিষয়টি স্পষ্ট হয়েছে ৷
বর্তমান নিয়ম অনুযায়ী চাকরি ছাড়ার দুমাস পর প্রভিডেন্ড ফান্ডে থেকে টাকা পয়সা তুলে অ্যাকাউন্ট বন্ধ করতে হয় ৷ কিন্তু নতুন নিয়ম চালু হওয়ার পর সুবিধা পাবেন চাকুরিজীবীরা ৷ বহুক্ষেত্রেই পুরনো ও নতুন চাকরির মাঝে থাকে কিছু মাসের ফারাক ৷ নতুন নিয়ম চালু হলে চাকুরিজীবীদের পিএফ অ্যাকাউন্টে কোন হেরফের হবে না ৷ ছেদও পড়বে না অ্যাকাউন্টের লেনদেনে ৷ কিছু মাস পর ফের নতুন চাকরি পেলে তার সঙ্গে যুক্ত হবে পুরনো পিএফ ৷ এই নিয়মে নিঃসন্দেহে উপকৃত হবেন চাকুরিজীবীরা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2018 8:53 PM IST