যাঁরা হিন্দি ভাষার বিরোধী, তাঁরা দেশকে ভালোবাসেন না: বিপ্লব দেব

Last Updated:

অমিত শাহের হিন্দি ভাষা নিয়ে বক্তব্যকে সমর্থন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তাঁর মত, অনেকেই মনে করেন সাফল্যের একমাত্র চাবিকাঠি ইংরেজি৷ এটা ঠিক নয়৷

#আগরপাড়া: হিন্দি ভাষাই পারে দেশকে একসূত্রে বাঁধতে৷ হিন্দি দিবসে 'এক দেশ, এক ভাষা'-র সওযাল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ বার অমিত শাহের হিন্দি ভাষা নিয়ে বক্তব্যকে সমর্থন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ তিনি বলেন, 'যাঁরা হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার বিরোধিতা করছেন, তাঁরা দেশকে ভালোবাসেন না৷ যেহেতু আমার দেশের বেশির ভাগ মানুষ হিন্দিতে কথা বলেন, তাই আমি হিন্দিকে ভারতের জাতীয় ভাষা হিসেবে সমর্থন করি৷'
মঙ্গলবার বিপ্লব দেব বলেন, 'হিন্দি নিয়ে অমিত শাহ যা বলেছেন, একদম ঠিক কথা৷ আমিও মনে করি, সফল হওয়ার জন্য ইংরেজি একমাত্র ভাষা নয়৷ জাপান, রাশিয়া, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলির উন্নতি তো ইংরেজি ছাড়াই হয়েছে৷ তাই যাঁরা ইংরেজি বলতে পারেন না, তাঁদের খাটো করে দেখার কিছু নেই৷ কারণ, সফল কেরিয়ারের জন্য ইংরেজি আবশ্যিক নয়৷'
advertisement
হিন্দি দিবসে হিন্দি ভাষার উপর জোরাল সওয়াল করেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ 'এক দেশ, এক ভাষা'-র পক্ষে সওয়াল করে অমিত শাহ বলেন, 'ভারত একাধিক ভাষার দেশ৷ প্রতিটি ভাষারই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্ব রয়েছে৷ কিন্তু একটি সাধারণ ভাষা থাকা উচিত দেশের৷ বিশ্বের দরবারে দেশের পরিচিতির জন্য এটা জরুরি৷ আজ যদি একটি ভাষা দেশকে একসূত্রে গাঁথতে পারে, তা হল হিন্দি ভাষা৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
যাঁরা হিন্দি ভাষার বিরোধী, তাঁরা দেশকে ভালোবাসেন না: বিপ্লব দেব
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement