#নয়াদিল্লি : আরও বিপাকে পি চিদম্বরম ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন অর্থমন্ত্রীকে INX Media মামলায় গ্রেফতার করল ৷ দিল্লি কোর্ট ইডিকে কাস্টডি দেওয়ার পরের দিনই এই গ্রেফতারি ৷
বুধবার তিহার জেলে ৭৪ বছরের বর্ষীয়ান কংগ্রেস নেতাকে সারাদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে CBI জেরা করছে চিদাম্বরমকে ৷ ২১ অগাস্ট প্রথম কাস্টডিতে যান তিনি ৷ চিদাম্বরম অ্যারেস্ট চেয়ে ইডি-র পক্ষ থেকে সলিসেটর জেনারেল তুষার মেহতা চিদাম্বরমের কাস্টডি চান ৷ তাঁরা আবেদন জানান , সিবিআই জজ অজয় কুমার কুহারের কাছে ৷ তাঁরা জানান তদন্তের স্বার্থে আলাদ করে জিজ্ঞাসাবাদ করা জরুরি ৷
কুহার ইডিকে তিহার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন ৷ পাশাপাশি এও জানিয়েছিলেন যদি প্রয়োজন হয় তাহলে জিজ্ঞাসাবাদও করা যেতে পারে ৷
আরও পড়ুন - বীভৎস ভিডিও: নিরাপত্তাকর্মীদের মুখে লাথি মালিকের, ক্ষমা চেয়েও মিলল না নিস্তার
চিদাম্বরম ১৭ অক্টোবর পর্যন্ত আইএনএক্স মিডিয়ার দুর্নীতি সম্পর্কিত মামলায় জেল হেফাজতে ৷ স্পেশাল কোর্ট তার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৩ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত করে দিয়েছিল ৷ এরইমধ্যে ফের ইডি-র হেফাজতে গেলেন তিনি ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ED, INX, P Chidambaram, ইডি, সিবিআই