হোম /খবর /দেশ /
তিহার জেলে জিজ্ঞাসাবাদের পর আইএনএক্স দুর্নীতি মামলায় চিদম্বরমকে গ্রেফতার ইডি-র

তিহার জেলে জিজ্ঞাসাবাদের পর আইএনএক্স দুর্নীতি মামলায় চিদম্বরমকে গ্রেফতার করল ইডি

Senior Congress leader and former finance minister P Chidambaram after being produced in the Rouse Avenue Court in connection with the INX Media corruption case, in New Delhi on Tuesday (PTI Photo)

Senior Congress leader and former finance minister P Chidambaram after being produced in the Rouse Avenue Court in connection with the INX Media corruption case, in New Delhi on Tuesday (PTI Photo)

আরও বিপাকে পি চিদাম্বরম

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি : আরও বিপাকে পি চিদম্বরম ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাক্তন অর্থমন্ত্রীকে INX Media  মামলায় গ্রেফতার করল ৷ দিল্লি কোর্ট ইডিকে কাস্টডি দেওয়ার পরের দিনই  এই গ্রেফতারি ৷

    বুধবার তিহার জেলে ৭৪ বছরের বর্ষীয়ান কংগ্রেস নেতাকে সারাদিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ৷  সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে CBI  জেরা করছে চিদাম্বরমকে ৷ ২১ অগাস্ট প্রথম কাস্টডিতে যান তিনি ৷ চিদাম্বরম অ্যারেস্ট চেয়ে ইডি-র পক্ষ থেকে সলিসেটর জেনারেল তুষার মেহতা চিদাম্বরমের কাস্টডি চান ৷ তাঁরা আবেদন জানান , সিবিআই জজ অজয় কুমার কুহারের কাছে ৷ তাঁরা জানান তদন্তের স্বার্থে আলাদ করে জিজ্ঞাসাবাদ করা জরুরি ৷

     কুহার ইডিকে তিহার জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন ৷ পাশাপাশি এও জানিয়েছিলেন যদি প্রয়োজন হয় তাহলে জিজ্ঞাসাবাদও করা যেতে পারে ৷

    আরও পড়ুন - বীভৎস ভিডিও: নিরাপত্তাকর্মীদের মুখে লাথি মালিকের, ক্ষমা চেয়েও মিলল না নিস্তার

    চিদাম্বরম ১৭ অক্টোবর পর্যন্ত  আইএনএক্স মিডিয়ার দুর্নীতি সম্পর্কিত মামলায় জেল হেফাজতে ৷ স্পেশাল কোর্ট তার জেল হেফাজতের মেয়াদ বাড়িয়ে ৩ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত করে দিয়েছিল ৷ এরইমধ্যে ফের ইডি-র হেফাজতে গেলেন তিনি ৷

    আরও দেখুন

    First published:

    Tags: ED, INX, P Chidambaram, ইডি, সিবিআই