Encounter at Kashmir: সাতসকালে ফের গোলাগুলি কাশ্মীরে! নিরাপত্তাবাহিনীর ‘এনকাউন্টার-এ’ খতম ১ জঙ্গি

Last Updated:

Encounter at Kashmir: দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় এনকাউন্টার চলছে। জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তাবাহিনীর। চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তাবাহিনী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কাশ্মীরঃ দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় এনকাউন্টার চলছে। জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তাবাহিনীর। চলছে তল্লাশি অভিযান।  বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তাবাহিনী। তারপরেই ভোর থেকে তল্লাশি অভিযান শুরু হয় অবন্তীপোরার ত্রাল এলাকায়। তল্লাশি অভিযান শুরু হতেই নিরাপত্তা বাহিনীকে নিশানা করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। সূত্রের খবর, নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম এক।
আরও পড়ুনঃ ২৬-এ শেষ সব! রিঙ্কু-পুত্রের ছেলের মৃত‍্যুর কারণ হেমরেজিক প্যানক্রিয়াটাইটিস! কী এই অসুখ?
জম্মু কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, অবন্তিপুরার ত্রাল এলাকার নাদের-এ এনকাউন্টার চলছে। জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনা একসঙ্গে কাজ করছে। পুলিশ সূত্রে খবর, ত্রাল এলাকায় সন্ত্রাসবাদী সংগঠন জইশ-এ-মহম্মদের সঙ্গে যুক্ত দু’-তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ৪৮ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’ বা গুলির লড়াইয়ের ঘটনা। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল তিন জঙ্গির। প্রথমে জম্মু ও কাশ্মীরের কুলগাঁওয়ে ওই অভিযান শুরু হয়েছিল, যা পরে সোপিয়ানের দিকে সরে আসে। হত তিন জঙ্গির মধ্যে দু’জন হল শাহিদ কুট্টে এবং আদনান সফি। দু’জনেই সন্ত্রাসবাদী সংগঠন লশকর-এ-ত্যায়বার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Encounter at Kashmir: সাতসকালে ফের গোলাগুলি কাশ্মীরে! নিরাপত্তাবাহিনীর ‘এনকাউন্টার-এ’ খতম ১ জঙ্গি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement