Shiv Sena: প্রতীক নিয়ে প্রতিযোগিতা, শিবসেনার তীর-ধনুক কার? বেনজির অবস্থা মহারাষ্ট্রে!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Shiv Sena: সামনেই আন্ধেরিতে উপ নির্বাচন। তার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এরই মধ্যে আবার প্রতীক ব্যবহার নিয়ে শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে দড়ি টানাটানিও চলছে।
#মুম্বই: শিবসেনার প্রতীক নিয়ে টানাপোড়েন অব্যাহত ছিলই। এর মাঝে এবার বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শিবসেনার প্রতীক তির-ধনুক প্রতীক ব্যবহারে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল নির্বাচন কমিশন। আন্ধেরি পূর্বের উপনির্বাচনে শিবসেনার কোনও গোষ্ঠীই এই তির-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে কমিশন। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। প্রসঙ্গত, শিবসেনার প্রতীক নিয়ে টানাপোড়েনের মামলা চলছে সুপ্রিম কোর্টে। শিবসেনার আসল দাবিদার কে এই নিয়ে টানাপোড়েন চলছে উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডে শিবিরের মধ্যে।
সামনেই আন্ধেরিতে উপ নির্বাচন। তার দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এরই মধ্যে আবার প্রতীক ব্যবহার নিয়ে শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে দড়ি টানাটানিও চলছে। শেষে এ নিয়ে চরম সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, শিবসেনার তীর-ধনুক প্রতীক ব্যবহার করতে পারবে না কোনও ঠাকরে বা শিন্ডে কোনও গোষ্ঠীই।
advertisement
advertisement
আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিষয়ে শুক্রবারই উদ্ধব ঠাকরে শিবিরকে ডেকে পাঠিয়েছিল কমিশন। একনাথ শিন্ডে শিবিবের ‘তীর ও ধনুক’ প্রতীক ব্যবহার করতে চাওয়া নিয়ে মতামত শনিবারের মধ্যে উদ্ধব গোষ্ঠীকে জানাতে বলে নির্বাচন কমিশন। তীর ও ধনুক প্রতীক ব্যবহারের অনুমতি চেয়ে ৪ অক্টোবর কমিশনের কাছে আবেদন জানায় শিন্ডে শিবির। এর পরই বিষয়টি নিয়ে আসরে নামে নির্বাচন কমিশন।
advertisement
কমিশনের নির্দেশে বলা হয়েছে, ''দুই গোষ্ঠীই একই দলের (শিবসেনা) প্রতিনিধিত্বের দাবি করছে। তাই একটি প্রতীকের দাবি করছে তাঁরা। তা বাস্তবে সম্ভব নয়। দুই গোষ্ঠীই শিবসেনার প্রতীক ছাড়া অন্য কোনও প্রতীক নিতে পারে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য।'' এর পাশাপাশি দুই গোষ্ঠীকেই নতুন নাম এবং প্রতীক জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কমিশন। আগামী ১০ অক্টোবর বেলা ১টার মধ্যে দুই শিবিরকেই নিজেদের দলীয় প্রতীক জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2022 9:40 AM IST