Eknath Shinde takes oath as chief minister: মহারাষ্ট্রে ফের মহা নাটক, মুখ্যমন্ত্রী একনাথের সঙ্গেই শপথ নিলেন ফড়নবীশও

Last Updated:

শপথ গ্রহণের সময় যত এগিয়ে আসে, ফের পট পরিবর্তন হয়৷ শোনা যাচ্ছে, অমিত শাহ এবং জে পি নাড্ডার নির্দেশেই মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হতে রাজি হন ফড়নবীশ৷

শপথ নিচ্ছেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবীশ৷ Photo-ANI
শপথ নিচ্ছেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবীশ৷ Photo-ANI
#মুম্বাই: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন একনাথ শিন্ডে৷ উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশ৷
উদ্ধব ঠাকরের ইস্তফার পর প্রথমে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশের নাম শোনা গিয়েছিল৷ কিন্তু আজ বিকেলে সাংবাদিক বৈঠক করে ফড়নবীশ নিজেই জানান, নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ৷ ফড়নবীশ আরও দাবি করেছিলেন, সরকারের অংশ হবেন না তিনি৷ তবে বাইরে থেকে একনাথ শিন্ডে সরকারকে সবরকম সহযোগিতা করবেন তিনি৷
advertisement
advertisement
যদিও, শপথ গ্রহণের সম য় যত এগিয়ে আসে, ফের পট পরিবর্তন হয়৷ শোনা যাচ্ছে, অমিত শাহ এবং জে পি নাড্ডার নির্দেশেই মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হতে রাজি হন ফড়নবীশ৷ একনাথের সঙ্গেই উপমুখ্যমন্ত্রী হিসেবে ফড়নবীশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়াড়ি৷
advertisement
অমিত শাহ নিজেই ট্যুইট করে জানান, জে পি নাড্ডার নির্দেশেই বড় মনের পরিচয় দিয়ে মহারাষ্ট্রের মানুষের স্বার্থের কথা ভেবে সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ৷ শাহ লেখেন, 'এই সিদ্ধান্ত মহারাষ্ট্রের প্রতি তাঁর সত্যিকারের নিষ্ঠা এবং সেবার মনোভাবের পরিচয় দেয়৷ এই সিদ্ধান্তের জন্য হৃদয় থেকে আমি তাঁকে অভিনন্দন জানাই৷' ফড়নবীশকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
advertisement
মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভা কেমন হবে, সেখানে কারা কারা জায়গা পাবেন, তা অবশ্য এখনও জানা যায়নি৷ দু' পক্ষের আলোচনার মধ্যেই সম্ভবত মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করা হবে৷ তবে একক বৃহত্তম দল হিসেবে মহারাষ্ট্র সরকারের রাশ যে বিজেপি-র হাতেই থাকবে, তা বলার অপেক্ষা রাখে না৷
বাংলা খবর/ খবর/দেশ/
Eknath Shinde takes oath as chief minister: মহারাষ্ট্রে ফের মহা নাটক, মুখ্যমন্ত্রী একনাথের সঙ্গেই শপথ নিলেন ফড়নবীশও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement