গুরুগ্রামের হোটেলে বন্দি আট কংগ্রেস বিধায়ক, এবার মধ্যপ্রদেশেও ঘোড়া কেনাবেচা

Last Updated:

পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি দিল্লি উড়ে যান মধ্যপ্রদেশের দুই মন্ত্রী জিতু পাটওয়াড়ি এবং জয়বর্ধন সিং৷ বিজেপি শিবিরের দিকে ঝুঁকে পড়া আট বিধায়ককে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের৷

#ভোপাল: কর্ণাটক, মহারাষ্ট্রের পর এবার মধ্যপ্রদেশ৷ ফের বিধায়ক কেনাবেচার নাটক শুরু হলো বিজেপি এবং কংগ্রেসের মধ্যে৷ কংগ্রেসের চাঞ্চল্যকর অভিযোগ, কমল নাথের সরকার ফেলে দিতে বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ককে মঙ্গলবার রাত থেকে জোর করে গুরুগ্রামের একটি হোটেলে বন্দি করে রাখা হয়েছে৷ কংগ্রেসের অভিযোগের তির ছিল বিজেপি-র দিকে৷ স্বভাবতই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব৷
পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি দিল্লি উড়ে যান মধ্যপ্রদেশের দুই মন্ত্রী জিতু পাটওয়াড়ি এবং জয়বর্ধন সিং৷ বিজেপি শিবিরের দিকে ঝুঁকে পড়া আট বিধায়ককে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের৷ বুধবার সকালে অবশ্য কংগ্রেস দাবি করেছে, ওই আটজন বিধায়কের সমর্থন তাদের সঙ্গেই থাকছে৷ এমন কী, বিজেপি-কে সমর্থনের জন্য সাসপেন্ড হওয়া বিএসপি বিধায়ক রামবাই-কেও হোটেলের বাইরে কংগ্রেস নেতাদের সঙ্গেই দেখা গিয়েছে৷
advertisement
মধ্যপ্রদেশে বিজেপি-র রাজ্য সভাপতি ভি ডি শর্মা অবশ্য বিধায়কদের জোর করে আটকে রাখার কোনও খবর জানেন না বলেই দাবি করেছেন৷
advertisement
দু' দিন আগেই কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং দাবি করেছিলেন, মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার ফেলে দিতে চক্রান্ত শুরু করেছে বিজেপি৷ দল ভাঙানোর জন্য তিন কিস্তিতে বেশ কিছু বিধায়ককে ২৫ থেকে ৩৫ কোটি টাকা দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন ওই কংগ্রেস নেতা৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিজেপি নেতা ভূপিন্দর সিং সাসপেন্ড হওয়া বিএসপি বিধায়ক রামবাই-কে নিয়ে একটি চার্টার্ড বিমানে দিল্লি গিয়েছেন বলেও দাবি করেন দিগ্বিজয় ৷ দলের প্রবীণ নেতার এই দাবি সঠিক বলে মেনে নিলেও মুখ্যমন্ত্রী কমল নাথ পাল্টা দাবি করেন, তাঁর সরকার পড়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই৷
advertisement
এই মুহূর্তে ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেসের হাতে ১১৪ জন বিধায়ক রয়েছেন৷ বিজেপি-র বিধায়ক সংখ্যা ১০৭৷ এর বাইরে চারজন নির্দল এবং দুই বিএসপি বিধায়কের সমর্থনও কংগ্রেসের পক্ষে রয়েছে৷ আস্থা ভোট করে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে তারা তৈরি বলেও বিজেপি-কে চ্যালেঞ্জ ছুড়়েছে কংগ্রেস৷ তবে দলের যে আট বিধায়ক বিজেপি-র দিকে ঝুঁকেছেন, তাঁদের মধ্যে চারজন শেষ পর্যন্ত কী করবেন, তা নিয়ে সংশয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বই৷
বাংলা খবর/ খবর/দেশ/
গুরুগ্রামের হোটেলে বন্দি আট কংগ্রেস বিধায়ক, এবার মধ্যপ্রদেশেও ঘোড়া কেনাবেচা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement