ED summons Farooq Abdullah : আর্থিক তছরুপের অভিযোগ, এবার ফারুক আবদুল্লাহকে তলব ইডি-র

Last Updated:

জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক তছরুপের মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন নিজের ক্ষমতা ব্যবহার করে এমন কিছু লোকজনকে কমিটিতে নিয়োগ করেছিলেন,

#নয়াদিল্লি :  জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ৩১শে মে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের আর্থিক তছরুপের মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন নিজের ক্ষমতা ব্যবহার করে এমন কিছু লোকজনকে কমিটিতে নিয়োগ করেছিলেন, যাতে বরাদ্দ অর্থ তছরুপ করা যায়।
১১৩ কোটি টাকার মামলায় এর আগেও বেশ কয়েকবার তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। মূলত এ ক্ষেত্রে অভিযুক্ত হিসেবেই ডাকা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্র কে।ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম খান, প্রাক্তন কোষাধ্যক্ষ আহসান আহমেদ মির্জার বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি।
advertisement
advertisement
ন্যাশনাল কনফারেন্স একটি বিবৃতি জারি করে ফারুক আব্দুল্লাহকে ইডি তলবের নিন্দা করেছে। ন্যাশনাল কনফারেন্স মুখপাত্র ইমরান ডর বলেন, "প্রত্যেকবারই যখনই রাজ্যে কোনও  নির্বাচনের সময় আসে, তখনই বিজেপির পথ পরিষ্কার করতে এগিয়ে আসে তদন্তকারী সংস্থাগুলি। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। সরকারের বিরোধিতা করার মূল্য চোকাতে হচ্ছে বিরোধীদের।"
প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধী নেতাদের কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে চাপে রাখার কৌশল অবলম্বন করার অভিযোগ উঠেছে বারবার। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ডিএমকে নেতা এম কে স্ট্যালিন এই বিরোধিতা করেছেন।
advertisement
আজই বারবার সিবিআই ডেকে পাঠানোর বিরোধিতা করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখেছেন কার্তি চিদম্বরম। চিনা নাগরিকদের ভিসা পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কার্তি চিদম্বরমের দাবি, একজন সাংসদকে বারবার ডেকে স্বাধিকার ভঙ্গ করছে সিবিআই।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবারের পর শুক্রবারও কার্তি চিদম্বরমকে ডেকে পাঠায় সিবিআই। যদিও তাঁর দাবি, ১১ বছরের পুরনো এই মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ED summons Farooq Abdullah : আর্থিক তছরুপের অভিযোগ, এবার ফারুক আবদুল্লাহকে তলব ইডি-র
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement