BBC | ED: ফের বিপাকে BBC! এবার অসামঞ্জস্যপূর্ণ আয়ের অভিযোগে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
ইডি-র তরফে বিশেষ কিছু সংস্থার কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে ইতিমধ্যেই৷ এই লেনদেনে কোনও ভাবে বিদেশি বিনিয়োগ আইন, foreign direct investment (FDI) লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷
নয়াদিল্লি: ফের বিপাকে BBC৷ এবার বিবিসি-র বিরুদ্ধে FEMA কেস ফাইল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ ব্রিটিশ ব্রডকাস্ট কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ, তারা FDI-এর বিধি না মেনেই এদেশে বিদেশি বিনিয়োগ এনেছেন৷ গোটা ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ Foreign Exchange Management Act (FEMA) ধারায় দায়ের হয়েছে মামলা৷
ইডি-র তরফে বিশেষ কিছু সংস্থার কাছ থেকে নথিপত্র চেয়ে পাঠানো হয়েছে ইতিমধ্যেই৷ এই লেনদেনে কোনও ভাবে বিদেশি বিনিয়োগ আইন, foreign direct investment (FDI) লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷
আরও পড়ুন: চব্বিশের আগে কি বিরোধীদের মহাজোট! রাহুল-কেজরী-নীতীশের বৈঠকে জোরাল জল্পনা
গত ফেব্রুয়ারি মাসেই দিল্লিতে বিবিসি ইন্ডিয়ার সদর দফতরে তল্লাশি চালায় আয়কর দফতর৷
advertisement
advertisement
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি), আইটি বিভাগ, জানিয়েছিল যে, বিবিসি গ্রুপের বিভিন্ন সংস্থার দেখানো আয় এবং মুনাফা ভারতে তাদের আয়ের সঙ্গে "সামঞ্জস্যপূর্ণ নয়" এবং অনেক ক্ষেত্রে কর ফাঁকির ঘটনাও ঘটেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
April 13, 2023 12:34 PM IST