Rahul gandhi | Arvind Kejriwal: চব্বিশের আগে কি বিরোধীদের মহাজোট! রাহুল-কেজরী-নীতীশের বৈঠকে জোরাল জল্পনা

Last Updated:

কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়্গের উপস্থিতিতে বৈঠক করেন রাহুল গান্ধি, জে ডি ইউ নেতা নীতীশ কুমার এবং রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, আর জে ডি নেতা তেজস্বী যাদব। 

নয়াদিল্লি: চব্বিশের আগে বিরোধা ঐক্যে শান দেওয়া শুরু৷ গত বুধবার নয়াদিল্লিতে নিজেদের মধ্যে বৈঠক করলেন বিজেপি-বিরোধী নেতারা। এদিন কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খাড়্গের উপস্থিতিতে বৈঠক করেন রাহুল গান্ধি, জে ডি ইউ নেতা নীতীশ কুমার এবং রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং, আরজে ডি নেতা তেজস্বী যাদব। পরে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতেও একটি বৈঠক করেন তাঁরা।
এদিন বৈঠকের পর রাহুল গান্ধি বলেন, "ভারতের উন্নতির জন্য আমরা একসঙ্গে লড়াই করব।" তাঁর ট্যুইট, "আদর্শের এই লড়াইয়ে বিরোধীদের ঐক্যের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ করা হল। ভারতের জন্য আমরা একসঙ্গে লড়াই করব।" প্রসঙ্গত, গত বাজেট অধিবেশনে রাহুল গান্ধি ইস্যুতে এক জোট হতে দেখা গিয়েছিল বিরোধীদের।
আরও পড়ুন: তীব্র গরমে বড় সিদ্ধান্ত! গরমের ছুটি এগোনোর ঘোষণা রাজ্য সরকারের, ২ মে থেকেই পড়ছে গরমের ছুটি
এদিন নীতীশ কুমার এবং তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও৷ বৈঠক শেষে তাঁর মন্তব্য়, " স্বাধীনতার পরে এই সরকার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। ফলে সব দলের উচিত একজোট হয়ে এই সরকারকে হঠানো।" বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কথায় , "যত বেশি সংখ্যক বিরোধী দল একজোট হওয়ার চেষ্টা করছি।"
advertisement
advertisement
চলতি মাসেই চেন্নাইয়ে স্ট্যালিনের ডাকে সামাজিক ন্যায় বিচার সম্মেলনে যোগ দেন বিরোধীরা। সেটিকে বিরোধী ঐক্যের পথে একধাপ বলে চিহ্নিত করা হয়েছিল। সেই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন তৃণমূলও। মমতা শিবির থেকে সম্মেলনে যোগ দেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন। এই নিয়ে দ্বিতীয়বার বিরোধীদের একজোট করার প্রচেষ্টা ডিএমকে।
রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হওয়ার পরে বিরোধী ঐক্যের যে হাওয়া তৈরি হয়েছে, তা আরও জোরাল করতে ডিএমকে-র নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ডাকে অনুষ্ঠিত হয়  বিরোধী নেতা এবং মুখ্যমন্ত্রীদের এই সম্মেলন।
advertisement
আরও পড়ুন: রোদের তাতে পুড়ছে শরীর, সঙ্গে গরম হাওয়ার হল্কা! তাপপ্রবাহের জেরে স্কুলের রুটিনে বদল পূর্ব বর্ধমানে
অংশগ্রহণকারীদের সুবিধার্থে ওই সম্মেলনে কিছু নেতা সরাসরি যোগ দেন, অনেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। এসপি-র অখিলেশ যাদব, আরজেডি-র তেজস্বী যাদব, আপ-এর সঞ্জয় সিংহ, জেএমএম-এর হিমন্ত সোরেন, বিআরএস-এর কে কেশব রাও, এনসি-র ফারুক আবদুল্লা-র মতো নেতারা যোগ দেন সম্মেলনে। কংগ্রেস, আপ, এনসিপি-সহ মোট ১৯টি দলের নেতা উপস্থিত ছিলেন এই সম্মেলনে।
advertisement
রাজীব চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul gandhi | Arvind Kejriwal: চব্বিশের আগে কি বিরোধীদের মহাজোট! রাহুল-কেজরী-নীতীশের বৈঠকে জোরাল জল্পনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement