Earthquake: কাকভোরে কেঁপে উঠল ঘরবাড়ি! দেশের এই এলাকায় জোরালো ভূমিকম্প
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Earthquake: এদিন ভোর ৪টে ১৭ মিনিটে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৪ .৩
আন্দামান-নিকোবর: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর। এদিন ভোর ৪টে ১৭ মিনিটে কেঁপে ওঠে আন্দামান। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৪ .৩। একই সঙ্গে ভারতের উত্তরাখাণ্ডের পিথোরাগড়েও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ২.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল।
মাত্র ক দিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের একাংশ। রিখটার স্কেলে এই কম্পণের মাত্রা ৬। চলতি বছরে এই দ্বীপপুঞ্জে এটি ছিল তৃতীয় ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পোর্ট ব্লেয়ারের ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ৬৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।
advertisement
এর আগে, এই বছরের জানুয়ারিতে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিলোমিটার। এই বছরের মার্চ মাসে দ্বীপগুলির নিকোবর অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে ভূমিকম্পটি ছিল ১০ কিলোমিটার গভীরে।
advertisement
এপ্রিলে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মিজোরাম এবং ক্যাম্পবেল উপসাগরে দুটি ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে ৪.৬ মাত্রার একটি ভূমিকম্প ক্যাম্পবেল উপসাগরে আঘাত হানে এবং মিজোরামে রিখটার স্কেলে ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 9:54 AM IST