CM Mamata Banerjee: 'ঝগড়া হয়েছে কিন্তু ধনখড় এমন করেননি...' এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে নতুন রাজ্যপালকে আক্রমণ মমতার
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এবার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফের একবার একহাত নিলেন মমতা। যা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। সঙ্গে কিছুটা ধনখড় স্তুতিও শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।
কলকাতা: নবান্ন-রাজ্যপাল সংঘাত এ রাজ্যে নতুন নয়। জগদীপ ধনখড়ের সময় থেকেই মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল দ্বন্দ্ব দৃঢ় হয়েছে। এবার নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফের একবার একহাত নিলেন মমতা। যা নিয়েই এখন জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। সঙ্গে কিছুটা ধনখড় স্তুতিও শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।
‘রাজ্যপাল দুর্নীতির বিষয়ে স্পেশাল সেল করছেন। এটা কিন্তু রাজ্যপালের কাজ নয়। যেটা রাজ্য সরকারের অধিকার, সেই অধিকারে হস্তক্ষেপ করছেন উনি। বাইরে থেকে এক্সপার্ট কেন আনছেন? রাজ্যে নেই? সরকার তো নাম পাঠাবে।’
আরও পড়ুন- Optical Illusion IQ Test: বলুন তো ছবিতে আগে কোনটা দেখছেন? এর উপরেই নির্ভর করবে আপনার ধৈর্যশক্তি কতটা
advertisement
advertisement
পাশাপাশি তিনি এও বলেন, ‘ধনখড়ের সঙ্গে ঝগড়া হয়েছে। কিন্তু উনি এটা করেননি। কেরালা থেকে নিয়ে এসে ভিসি করে দিচ্ছেন। এডুকেশনের লোক নয় এমন লোকদের ভিসি করা হচ্ছে। পুরোটাই কেন্দ্রের নির্দেশে কাজ করছেন।’
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের একাধিক জেলায় অশান্তির ঘটনার প্রেক্ষিতে তৎপর হতে দেখা গিয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে৷ অশান্তি, সংঘর্ষের মতো ঘটনা সম্পর্কিত অভাব অভিযোগ জানাতে রাজভবনে খোলা হয়েছিল ‘পিস রুম’৷ যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসকদলের একাধিক নেতামন্ত্রী৷ এবার তাতেই হল নতুন সংযোজন৷ নাম ‘অ্যান্টি কোরাপশন সেল’৷ দুর্নীতি যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, এবার সেই বার্তা দিতেই পিস রুমে আরও একটি হেল্প লাইন নম্বর চালু করল রাজ ভবন। ১ অগাস্ট থেকে শুরু হয়েছে এই দুর্নীতি দমন সেল। ইতিমধ্যেই সেখানে গত ২৪ ঘণ্টায় দুর্নীতি সংক্রান্ত আট থেকে দশটি ফোন এসেছে বলে রাজ ভবন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 6:21 PM IST