Earthquake: সাতসকালে কেঁপে উঠল ঘরবাড়ি, ভারতের এই রাজ্যে জোরালো ভূমিকম্প
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Earthquake: ফেব্রুয়ারি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় হওয়া ভূমিকম্পে আতঙ্কিত গোটা বিশ্ব।
আন্দামান-নিকোবর: সোমবার সকালে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (জাতীয় ভূকম্পণ গবেষণা সংস্থা) রিপোর্ট অনুযায়ী, ভোর ৫টা ৭ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা মাপা হয়েছে ৫.০। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফেব্রুয়ারি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় হওয়া ভূমিকম্পে আতঙ্কিত গোটা বিশ্ব। ভূমিকম্পে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। সম্প্রতি ভারতের একাধিক রাজ্যে ভূমিকম্পে অনুভূত হয়েছে। এর আগে ফেব্রুয়ারির ২৮ তারিখ মণিপুরে ভূমিকম্প হয়। জাতীয় ভূকম্পণ গবেষণা সংস্থা (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, এনসিএস) অনুসারে, মণিপুরের ননি জেলায় ৩.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার। অন্যদিকে, আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয় সেই দিনই। এর তীব্রতা ছিল ৪.১।।
advertisement
তবে এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে ১৯ ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার নন্দিগামা শহরে ভূমিকম্প হয়েছিল।
advertisement
রবিবার সকাল ৭.১৩ মিনিটে কম্পন অনুভূত হয় এবং ৩.৪ সেকেন্ড স্থায়ী হয়। স্থানীয় লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। একই দিনে মধ্যপ্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.০।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 8:52 AM IST