Earthquake: ফের থরথর করে কেঁপে উঠল পায়ের তলার জমি! ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে প্রবল আতঙ্কে মানুষ...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Earthquake: মায়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর কেঁপে উঠেছিল ভারতের বেশ কিছু জায়গা। শুক্রবার ফের কেঁপে উঠল ভারত। কোথায় ভয়ঙ্কর কম্পনের টের পাওয়া গেল জানুন...
নয়াদিল্লি: দিন কয়েক আগের ঘটনা। শক্তিশালী ভূমিকম্পের জেরে তছনছ হয়েছে মায়ানমারের একাধিক জায়গা। সেই শক্তিশালী কম্পনের কারণে কেঁপে উঠেছিল ভারতের একাধিক জায়গা। শুক্রবার ফের একবার কম্পন অনুভূত হল উত্তর ভারতের বিভিন্ন জায়গায়।
মায়ানমারে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও ঘরছাড়া একাধিক মানুষ। সেই স্মৃতি ভোলার আগেই এবার নেপাল ও দিল্লিতে কেঁপে উঠল পায়ের তলার জমি। কিছুদিন আগে নেপালে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। এবার আবার। ফের হতে পারে ভূমিকম্প, সেই ভয়ে এখন ঘরছাড়া একাধিক মানুষ।
advertisement
advertisement
শুক্রবার সকালে নেপালে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন উত্তর ভারতের দিল্লি-এনসিআর অঞ্চল পর্যন্ত অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ২০ কিমি গভীরে।
এই ভূমিকম্প মায়ানমার ও থাইল্যান্ডে ঘটে যাওয়া সাম্প্রতিক ধ্বংসাত্মক ভূমিকম্পের কিছুদিন পরেই ঘটল। মায়ানমারে সেই ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছিল।
advertisement
আরও পড়ুন: পরিবারে রোজ অশান্তি, সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত! চার সন্তানকে নিয়েই কুয়ায় ঝাঁপ মা-এর…
ভূমিকম্পের সময় কী করবেন: অবিলম্বে কোনও টেবিল, ডেস্ক বা শক্ত কাঠামোর নিচে আশ্রয় নিন। মাথা ও ঘাড় হাত দিয়ে ঢেকে রাখুন। যদি ঘরের বাইরে থাকেন, তাহলে খোলা জায়গায় দাঁড়ান – ভবন, গাছ বা বিদ্যুতের খুঁটির থেকে দূরে থাকুন। এলিভেটর ব্যবহার করবেন না। সিঁড়ি ব্যবহার করুন। যদি গাড়িতে থাকেন, তাহলে রাস্তার পাশে নিরাপদ জায়গায় থামুন এবং ভিতরে থাকুন যতক্ষণ না কম্পন থামে।
advertisement
কী করবেন না: দৌড়াদৌড়ি বা হুড়োহুড়ি করবেন না। জানালার পাশে বা ভারী জিনিসের নিচে দাঁড়াবেন না। ধ্বংসস্তূপ বা পুরনো ভবনের কাছে যাবেন না। ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয়, তবে সচেতনতা এবং সতর্কতা প্রাণ বাঁচাতে পারে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 8:47 PM IST