Earthquake: শোনা গেল বিস্ফোরণের শব্দ, বাসিন্দারা আতঙ্কিত ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, দেখুন Viral Video

Last Updated:

দ্য গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে সকাল ৭.১৪ নাগাদ কম্পন অনুভূত হয়৷এদিকে বিস্ফোরণের শব্দযুক্ত সেই ভিডিও এখন নেটিজেনদের কাছে ভাইরাল ভিডিও (Viral Video)৷

Earthquake in Vizag- Photo Courtesy- Twitter/Video Grab
Earthquake in Vizag- Photo Courtesy- Twitter/Video Grab
#ভাইজাগ: রবিবারটা সকালটা বেশ খারাপ শুরু হল ভাইজাগের (Vizag) বাসিন্দাদের৷ নভেম্বরের ১৪ তারিখ৷ রিখটার স্কেলে ১.৮ ম্যাগনিটিউডের ভূমিকম্প (Earthquake) হলেও সকাল ৭.১৩ তে হঠাৎই দুলে ওঠে৷ ঘুমন্ত অবস্থায় ঝটকা খাওয়ায় সকলেই ভয় পেয়ে যান৷ তাছাড়া সবচেয়ে আতঙ্কের ছিল একটা  বিস্ফোরণের একটা আওয়াজ৷ তবে শব্দটি কীসের তা নিয়ে কোনও অবশ্য পরিষ্কার ছবি পাওয়া যায়নি৷ দ্য গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে সকাল ৭.১৪ নাগাদ কম্পন অনুভূত হয়৷ নাগরিকদের ভূমিকম্প (Earthquake) থেকে বাঁচতে আনুষঙ্গিক ব্যবস্থা নিতে বলা হয়৷ GVMC  বলেছে, ‘‘ভূমিকম্পের মতো কিছু অনুভূত হলে বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে৷ খোলা জায়গাই সুরক্ষিত জায়গা৷ ’’
ডেকান ক্রনিকালের রিপোর্ট অনুযায়ি বহু মানুষ কম্পনের আওয়াজে নিজেদের বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে৷ মানুষ নিজেদের বাড়ি থেকে রাস্তায় এসে ভিড় করে৷ ন্যাশান সেন্টার অফ সিসমোলজি (National Center for Seismology) ভূমিকম্প মাটির ৫ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল ছিল৷
advertisement
advertisement
এই ভূমিকম্পের উৎসস্থল  VUDA পার্ক লাইটহাউসের কাছে, যা ভাইজাগ উপকূলে৷ এদিকে বিস্ফোরণের শব্দযুক্ত সেই ভিডিও এখন নেটিজেনদের কাছে ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
এর আগে ২৪ অগাস্ট হালকা কম্পন অনুভূত হয় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়৷ সে সময় বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই ভূমিকম্পের মান ছিল রিখটার স্কেলে ৫.১৷ বিশাখাপত্তনম , নেল্লোর, প্রকাশম উপকূলে কম্পন অনুভূত হয়েছিল৷ ন্যাশানাল সেন্টার সিসমোলজি -র মতে ৫.১ ম্যাগনেটিউড ভূমিকম্প হয়েছিল৷ বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে হয়েছিল কম্পন৷ অন্ধ্রপ্রদেশেক কাকিনাড়ার দক্ষিণ- দক্ষিণ পশ্চিমের ২৯৬ কিলোমিটার দূরে ছিল কম্পন৷ এটা আইএমডি (IMD) হায়দরাবাদ কনফার্ম করেছিল৷ কম্পন অনুভূত হয়েছিল উত্তর তামিলনাড়ু ও চেন্নাইতেও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Earthquake: শোনা গেল বিস্ফোরণের শব্দ, বাসিন্দারা আতঙ্কিত ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, দেখুন Viral Video
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement