Earthquake: শোনা গেল বিস্ফোরণের শব্দ, বাসিন্দারা আতঙ্কিত ভূমিকম্পে কেঁপে উঠল মাটি, দেখুন Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দ্য গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে সকাল ৭.১৪ নাগাদ কম্পন অনুভূত হয়৷এদিকে বিস্ফোরণের শব্দযুক্ত সেই ভিডিও এখন নেটিজেনদের কাছে ভাইরাল ভিডিও (Viral Video)৷
#ভাইজাগ: রবিবারটা সকালটা বেশ খারাপ শুরু হল ভাইজাগের (Vizag) বাসিন্দাদের৷ নভেম্বরের ১৪ তারিখ৷ রিখটার স্কেলে ১.৮ ম্যাগনিটিউডের ভূমিকম্প (Earthquake) হলেও সকাল ৭.১৩ তে হঠাৎই দুলে ওঠে৷ ঘুমন্ত অবস্থায় ঝটকা খাওয়ায় সকলেই ভয় পেয়ে যান৷ তাছাড়া সবচেয়ে আতঙ্কের ছিল একটা বিস্ফোরণের একটা আওয়াজ৷ তবে শব্দটি কীসের তা নিয়ে কোনও অবশ্য পরিষ্কার ছবি পাওয়া যায়নি৷ দ্য গ্রেটার বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে সকাল ৭.১৪ নাগাদ কম্পন অনুভূত হয়৷ নাগরিকদের ভূমিকম্প (Earthquake) থেকে বাঁচতে আনুষঙ্গিক ব্যবস্থা নিতে বলা হয়৷ GVMC বলেছে, ‘‘ভূমিকম্পের মতো কিছু অনুভূত হলে বাড়ির বাইরে বেরিয়ে আসতে হবে৷ খোলা জায়গাই সুরক্ষিত জায়গা৷ ’’
আরও পড়ুন - মালদহে NBSTC এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন, বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনের ডাক নেতৃত্বের
ডেকান ক্রনিকালের রিপোর্ট অনুযায়ি বহু মানুষ কম্পনের আওয়াজে নিজেদের বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে৷ মানুষ নিজেদের বাড়ি থেকে রাস্তায় এসে ভিড় করে৷ ন্যাশান সেন্টার অফ সিসমোলজি (National Center for Seismology) ভূমিকম্প মাটির ৫ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল ছিল৷
advertisement
advertisement
Vizag is reported #earthquake #VizagEarthquake with Magnitude 1.8.. looks it's micro earthquake so not to worry.#vizag More details in the below picture. pic.twitter.com/VSqGI6I5sF
— Coastha Weatherman (@coastha_weather) November 14, 2021
এই ভূমিকম্পের উৎসস্থল VUDA পার্ক লাইটহাউসের কাছে, যা ভাইজাগ উপকূলে৷ এদিকে বিস্ফোরণের শব্দযুক্ত সেই ভিডিও এখন নেটিজেনদের কাছে ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
Vizag earthquake footage with loud sound#vizag pic.twitter.com/Oydfc7VsG8
— BondCreator (@BondCreatorYT) November 14, 2021
এর আগে ২৪ অগাস্ট হালকা কম্পন অনুভূত হয় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায়৷ সে সময় বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই ভূমিকম্পের মান ছিল রিখটার স্কেলে ৫.১৷ বিশাখাপত্তনম , নেল্লোর, প্রকাশম উপকূলে কম্পন অনুভূত হয়েছিল৷ ন্যাশানাল সেন্টার সিসমোলজি -র মতে ৫.১ ম্যাগনেটিউড ভূমিকম্প হয়েছিল৷ বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে হয়েছিল কম্পন৷ অন্ধ্রপ্রদেশেক কাকিনাড়ার দক্ষিণ- দক্ষিণ পশ্চিমের ২৯৬ কিলোমিটার দূরে ছিল কম্পন৷ এটা আইএমডি (IMD) হায়দরাবাদ কনফার্ম করেছিল৷ কম্পন অনুভূত হয়েছিল উত্তর তামিলনাড়ু ও চেন্নাইতেও৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2021 12:53 PM IST