সরকারি অফিসারদের সামনে উল্টে গেল টোটো, ফিরেও তাকালেন না কর্তারা!

Last Updated:

E-Rickshaw Overturned: ভয়ঙ্কর কাণ্ড! যাত্রীসমেত উল্টে গেল টোটো। ফিরেও তাকালেন না প্রশাসনিক কর্তারা।

#সীতাপুর: লাইন দিয়ে যাচ্ছিল একের পর গাড়ি। প্রতিটি গাড়িতেই ছিলেন প্রশাসনিক কর্তারা।
উত্তরপ্রদেশে প্রশাসনিক আধিকারিকদের সামনেই জল জমে থাকা রাস্তায় উল্টে গেল একটি ই-রিকশা। কিন্তু কোনো কর্মকর্তাই তাঁদের গাড়ি থেকে নেমে তাদের সাহায্য করার চেষ্টা করেননি।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে সরকারি কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতা স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটি সীতাপুর জেলার জাহাঙ্গিরাবাদ শহরের। তথ্য অনুযায়ী, ওই সড়কে বিরাট বিরাট গর্ত রয়েছে। সেই কারণে ওই এলাকার রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
আরও পড়ুন- Indian Railways: বড় সিদ্ধান্ত, নির্দিষ্ট স্টেশন থেকেই ট্রেনে উঠুন, না হলে বাতিল হবে আপনার টিকিট 
রাস্তা দিয়ে যাওয়া অফিসারদের কনভয়কে জায়গা দিতে চালক ই-রিকশাটিকে বা দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু গর্তের কারণে ই-রিকশাটি উল্টে যায়। সেই সময় টোটোয় একাধিক লোকজন ছিলেন। তাঁরাও চোট পান।
গর্তে ভর্তি রাস্তায় এক পাশ ধরে কনভয়ের গাড়িগুলো যাচ্ছিল। সেই গাড়িগুলিকে সাইড দিতে গিয়ে একেবারে বা দিকে সরে যায় টোটো। আর তখনই টোটোর সামনের চাকা গর্তে পড়ে যায়। ফলে টোটো ব্যালান্স হারিয়ে উল্টে যায়।
advertisement
চোখের সামনে টোটো উল্টে যাওয়ার পরও কোনো কর্মকর্তা গাড়ি থামিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করেননি। আশেপাশের লোকজন দ্রুত তাঁদের সাহায্যের জন্য পৌঁছে ই-রিকশার নিচে থাকা লোকজনকে বের করে আনেন। এই দুর্ঘটনায় ই-রিকশায় বসা লোকজন সামান্য আহত হয়েছেন।
advertisement
 প্রশাসনিক কর্তাদের একের পর এক গাড়ি টোটোটিকে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু একজন প্রশাসনিক কর্তাও গাড়ি থেকে নেমে টোটোর যাত্রীদের সাহায্য করতে আসেননি। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে। তার পর থেকেই প্রশাসনিক কর্তাদের সমালোচনা শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি অফিসারদের সামনে উল্টে গেল টোটো, ফিরেও তাকালেন না কর্তারা!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement