করোনা আবহে দক্ষিনবঙ্গে আজ প্রথম জেলা সফর, পশ্চিম খড়্গপুরে আসছেন মুখ্যমন্ত্রী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু'দিনের সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
#ঝাড়গ্রাম: করোনার এই কঠিন সময়ে প্রথম জেলা সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দক্ষিনবঙ্গ সফরে আজই প্রথম পশ্চিম জেলায় আসছেন তিনি। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু'দিনের সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দুই জেলাতেই প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।
খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টেডিয়ামে আজকের বৈঠকটি হবে। সাড়ে তিনটে নাগাদ হেলিকপ্টারে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের স্টেডিয়ামের নামবেন এবং চারটা থেকে এই সভা শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি বৈঠকের প্রস্তুতিও তুঙ্গে। কোভিড বিধি মেনে সোশ্যাল ডিসটেন্স এর মধ্যেই এই বৈঠক হবে। তাই সমস্ত চেয়ারগুলোকে সোশ্যাল ডিসটেন্স মেনেই পাতা হয়েছে। করোনাকালে মাস্ক-স্যানিটাইজার এবং ফেশ সিল্ডঃ দিয়ে এই বৈঠকে প্রবেশ করতে পারবেন প্রশাসনিক কর্তারা এছাড়াও একাধিক প্রশাসন কর্তাদের সাথে মাইক ম্যান লাইট ম্যান সহ প্রত্যেকের করোনা টেস্টের পরেই ছাড়পত্র পেয়েছে সবাই সভাস্থলে যাওয়ার জন্য। সংবাদমাধ্যমকেও সভাস্থলের বাইরে একটি টেইন্ট ভিতর রাখা হচ্ছে সেখানেই থাকবে জয়েন্ট স্ক্রিন বা এলইডি।
advertisement
SUJIT BHOWMIK
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2020 12:27 PM IST







