Duare Ration: 'দুয়ারে রেশন' অসম্ভব! ডিলারদের একাংশের লাগাতার দাবিতে আশঙ্কার মেঘ...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Duare Ration: দুয়ারে রেশন নিয়ে রেশন ডিলারদের মামলা গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court)। কী যুক্তি তাঁদের?
নয়াদিল্লি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সাধের ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়, এমনটাই দাবি করছেন রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন। এবার মামলা গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court)।
'অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্যান্ড রেশন ডিলার্স ফেডারেশন'-(All India Ration Dealers Federation)এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, "রাজ্য সরকারের দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প কোনও ভাবেই বাস্তবায়ন সম্ভব নয়। এর পিছনে বাস্তবিক একগুচ্ছ সমস্যা রয়েছে। সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।"
advertisement
advertisement
হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকজন রেশন ডিলার (All India Ration Dealers Federation)। হাইকোর্ট সরকারের পক্ষে রায় দিয়েছে। এরপর ডিলারদের তরফে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে মামলা করা হয়েছে। আজ, শুক্রবার সেই মামলায় যুক্ত হয়েছে ডিলারদের সর্বভারতীয় এই সংগঠন (All India Ration Dealers Federation)। আগামী সপ্তাহে মামলার শুনানি।" শুক্রবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন (Duare Ration) বিশ্বম্ভর বসু।
advertisement
কিন্তু, সমস্যা কোথায় ?
রেশন ডিলারদের দাবি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের 'দুয়ারে রেশন' প্রকল্প চালু করার মতো পরিকাঠামো পশ্চিমবঙ্গ-সহ দেশের কোনও রাজ্যে নেই। এই প্রকল্পের জন্য লোকবল প্রয়োজন, তা রেশন ডিলারদের কাছে নেই। তাছাড়া, যেদিন যেদিন দুয়ারে দুয়ারে গিয়ে রেশন দেওয়া হবে, সেদিন সেদিন দোকান বন্ধ রাখতে হবে। সেক্ষেত্রে অনেক গ্রাহককেই দোকানে এসে খালি হাতে ফিরে যেতে হবে।
advertisement
এখানেই শেষ নয়, বাধা রয়েছে আরও। রেশন দুয়ারে পৌঁছতে গাড়ি কেনার জন্য রাজ্য সরকার যে টাকা দিচ্ছে তা পর্যাপ্ত নয় বলেও রেশন ডিলারদের দাবি। তাছাড়া গাড়ি কেনা হলেও, সেটা রাখার জায়গাটা একটা বড় সমস্যা। সর্বোপরি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী, রেশন সামগ্রী এভাবে দোকানের বাইরে বের করা সম্ভব নয়।
advertisement
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট চলছে। এরই মধ্যে রেশন ডিলারদের এই আপত্তি সরকারের জন্য চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্টে ব্যর্থ হওয়ার পরও রাজ্যের এই প্রকল্প বাস্তবায়নে নারাজ রেশন ডিলাররা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (CM Mamata Banerjee) তাঁরা জানিয়ে দিয়েছেন, এই প্রকল্পের বাস্তবায়ন সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের এই বিষয়ে কথা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2021 11:49 PM IST