#কলকাতা : অফিস কর্তার ঘনিষ্ঠ হয়ে পদোন্নতির দিন শেষ। স্বয়ং জানিয়ে দিলেন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের পুর প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার তিনি বলেন, এর আগে অযোগ্য অফিস কর্মীরা যোগ্যতা না থাকা সত্ত্বেও পদোন্নতি পেয়েছেন। এবার থেকে আর পকেটের তেল নিয়ে আসা কর্মীদের আশা পূরণ হবে না। কড়া বার্তায় এদিন মন্ত্রী বুঝিয়ে দিলেন কলকাতা কর্পোরেশনে নেপোটিজমের অবসান করতে চান ফিরহাদ হেকিম।
আরও পড়ুন: 'অক্সিজেন নাতনি', 'প্রাণের খেলায়' ফিরহাদ হাকিম! ২৫ দিনের প্রচার শেষে যা করলেন...
দীর্ঘদিন ধরে কলকাতা কর্পোরেশনে নেপোটিজম চলে আসছিল বলে অভিযোগ। সেটা এবার থেকে আর হবে না। শুক্রবার এমনটাই সাফ জানিয়ে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন,বেশকিছু ইঞ্জিনিয়ার রয়েছেন যাঁরা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পদোন্নতি পেয়ে সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে রয়েছেন। অন্যদিকে এমন বহু ইঞ্জিনিয়ার রয়েছেন যারা অভিজ্ঞ এবং কাজ সম্বন্ধে দক্ষ। কিন্তু তাঁরা এখনও জুনিয়র পর্যায়ে চাকরি করেন।
ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, এবার থেকে একপদে তিন বছর চাকরি করলে তারপরই শুধু সেই অফিসকর্মীর পদোন্নতির সুযোগ মিলবে। এক্সিকিউটিভ পদের জন্য কর্পোরেশন রাজ্য সরকারের নিয়ম মেনেই ৪০% পুরনো কর্মীদের পদোন্নতি দেবে। আর ৬০% নতুনভাবে নিয়োগ হবে। এটা আগে ছিল ৫০% করে।
আরও পড়ুন: শুধু মণ্ডপেই 'নো এন্ট্রি' নয়, এবারের পুজোয় আরও যে নিয়মগুলি মানতেই হবে...
মন্ত্রী বলেন যেহেতু কর্পোরেশনের মাইনে রাজ্য সরকার একটা বড় অংশ দেয়,পৌর কাজে রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন দরকার হয়। সেহেতু রাজ্য সরকারের চাকুরী সংক্রান্ত বিধি মেনে চলবে কলকাতা কর্পোরেশন। তিনি এও বলেন উচ্চবর্ণের বেশকিছু পৌর কর্মী রয়েছেন, যারা সারাজীবন ধরে কোনও পদোন্নতি পান না। তাদের ক্ষেত্রে চাকরি জীবনে একবার পদোন্নতির সুযোগ শুরু হচ্ছে।
মন্ত্রীর কথায় স্পষ্ট তাঁর বার্তা, " একটাই কথা, অফিসে ঢুকে কিংবা অফিসের বাইরে অফিসের বড় সাহেবকে খোশামোদ করা কিংবা তৈল মর্দন করা। সেটির দিন একেবারেই শেষ।" কলকাতা কর্পোরেশনের নিয়োগ এবং কর্মক্ষেত্রে গতি আনতে নতুন করে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসংস্থার আধিকারিকেরা।
সামনে দুর্গা পুজো। সেই নিয়ে মন্ত্রী বলেন, প্রত্যেক কাউন্সিলরকে দু লক্ষ করে মাস্ক দেওয়া হবে। পুজো প্যান্ডেল গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেষ্ট থাকবে প্রশাসন। প্যান্ডেলের ভেতরে প্রবেশ গতবারও নিষিদ্ধ ছিল।এবারও হাইকোর্টের সিদ্ধান্ত মেনে নিয়েছে কলকাতা পৌরসংস্থা। তাই পুজো প্যান্ডেলে প্রবেশ নিষিদ্ধ রাখছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।