গত বছরের মতো এ বছরও দুর্গাপুজো এবং কালীপুজোর মণ্ডপে ঢুকতে পারবেন না কোনও দর্শনার্থী। মণ্ডপের বাইরে থেকেই তাঁদের প্রতিমা দর্শন করতে হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তরফেও জানানো হয়েছে, গত বছরের মতো এবারও মণ্ডপে 'নো এন্ট্রি' রাখার নির্দেশ দেওয়া হলে কোনও আপত্তি নেই। এরপরই গত বছরের নির্দেশিকা বলবৎ রাখে আদালত।
হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, গত বছরের মতোই কোভিড পরিস্থিতির কারণে এবারও বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করা হোক। বিধিনিষেধের আর্জি জানিয়ে এবারও হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই রাজ্য সরকারের তরফে হলফনামা পেশ করে জানানো হয়, মণ্ডপে 'নো এন্ট্রি' রাখার নির্দেশ দেওয়া হলে কোনও আপত্তি নেই।