Petrol pump fire: পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দিল মদ্যপ যুবক! প্রাণভয়ে ছোটাছুটি, তার পর? দেখুন ভিডিও

Last Updated:

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের নাচরাম এলাকায়৷ ওই সময় গাড়িতে তেল ভরাতে পেট্রোল পাম্পে এসেছিলেন বেশ কয়েকজন৷

ধটনার মুহূর্তের ছবি৷
ধটনার মুহূর্তের ছবি৷
হায়দ্রাবাদ: পেট্রোল পাম্পে তেল ভরতে গিয়েছিল এক মদ্যপ ব্যক্তি৷ হাতে ছিল লাইটার৷ তা দেখে পেট্রোল পাম্পের এক কর্মী তাঁকে জিজ্ঞেস করেন, তিনি ওই লাইটার ধরাবেন কি না? এর পর দু এক কথায় ওই কর্মীকে মদ্যপ ওই ব্যক্তিকে বলেন, সাহস থাকলে তিনি লাইটার জ্বালিয়ে দেখান৷
এই কথা বলা মাত্রই সিগারেটে জ্বালিয়ে পেট্রোল পাম্পের মধ্যেই আগুন ধরিয়ে দেন চিরন নামে ওই মদ্যপ ব্যক্তি৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছুটোছুটি করতে শুরু করেন পেট্রোল পাম্পে উপস্থি সবাই৷
advertisement
advertisement
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের নাচরাম এলাকায়৷ ওই সময় গাড়িতে তেল ভরাতে পেট্রোল পাম্পে এসেছিলেন বেশ কয়েকজন৷ তাঁদের মধ্যে শিশু এবং মহিলাও ছিল৷ কোনওমতে পেট্রোল পাম্পের কর্মীরা বড় কোনও বিপদ ঘটার আগে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
এই ঘটনায় পুলিশ চিরন নামে মদ্যপ ওই ব্যক্তির পাশাপাশি ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য পেট্রোল পাম্পের ওই কর্মীকেও গ্রেফতার করেছে৷ ধৃত দু জনেই বিহারের বাসিন্দা৷ নাচরাম থানার ইনস্পেক্টর জি রুদভির কুমার জানিয়েছেন, এই ভাবে পেট্রোল পাম্পের ভিতরে আগুন জ্বালানোর কারণে ভয়াবহ বিস্ফোরণের ঝুঁকি ছিল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Petrol pump fire: পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দিল মদ্যপ যুবক! প্রাণভয়ে ছোটাছুটি, তার পর? দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement