Dowry Death: সারা শরীরে জ্বলন্ত আগুন নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন তরুণী...চুলের মুঠি ধরে মার...ঢলে পড়লেন মৃত্যুর কোলে...পণের বলির ভয়ঙ্কর ভিডিও ঘিরে চাঞ্চল্য চরমে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dowry Death: ভিডিওতে দেখা গিয়েছে নিহত তরুণী নিকির স্বামী বিপিন এবং অন্য একজন মহিলা তাঁর চুল ধরে টেনে তুলছেন। বিপিনের পরনে শার্ট ছিল না এবং তার পেট এবং পিঠে রক্ত দেখা গিয়েছে।
মুম্বই : প্রকাশ্যে এসেছে ভয়ঙ্কর ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে এক বধূকে মারধর করছে তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়ি৷ তার পর গায়ে আগুন নিয়ে জ্বলন্ত অবস্থায় ওই তরুণী নেমে যাচ্ছেন সিঁড়ি দিয়ে৷ গ্রেটার নয়ডার এই ভিডিও নিয়ে আতঙ্ক এবং চাঞ্চল্য-দুই-ই চরমে৷ পরে মৃত্যু হয় ওই নিগৃহীতার৷ ঘটনাচক্রে তাঁর দিদিরও বিয়ে হয়েছে ওই একই পরিবারে৷ তাঁর অভিযোগ, পণের দাবিতে দুই বোনের উপরই চরম অত্যাচার চলত৷ ৩৬ লক্ষ টাকা পণ দাবি করেছিল অভিযুক্ত শ্বশুর শাশুড়ি৷
জানা গিয়েছে, ভিডিওতে যে তরুণীকে দেখা গিয়েছে তাঁর নাম নিকি৷ ২০১৬ সালে তাঁর বিয়ে হয় গ্রেটার নয়ডার সিরসা গ্রামের এক পরিবারে৷ ওই একই পরিবারে বিবাহিতা তাঁর বোন কাঞ্চনের অভিযোগ, বিয়ের ৬ মাস পর থেকেই পণের জন্য নির্যাতন শুরু হয়৷ বৃহস্পতিবার রাতে নিকিকে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা মারধর করে এবং তারপর গায়ে আগুন ধরিয়ে দেয় বলে কাঞ্চনের অভিযোগ৷
advertisement
ভিডিওতে দেখা গিয়েছে নিহত তরুণী নিকির স্বামী বিপিন এবং অন্য একজন মহিলা তাঁর চুল ধরে টেনে তুলছেন। বিপিনের পরনে শার্ট ছিল না এবং তার পেট এবং পিঠে রক্ত দেখা গিয়েছে। অন্যান্য ভিডিওতে, অগ্নিদগ্ধ নিকি সিঁড়ি দিয়ে নেমে পড়েন এবং তার পর তাঁকে মেঝেতে বসে থাকতে দেখা যায়৷ তাঁর শরীরে ব্যাপক পোড়া দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কেউ একজন তাঁর উপর জল ছুড়তে থাকে, সম্ভবত তার পোড়া ভাব দূর করার জন্য।
advertisement
advertisement
“আমাদের উপর অত্যাচার করা হচ্ছিল, আমাদের শ্বশুরবাড়ির লোকেরা আমাদের বলত যে তারা বিয়ের সময় এটা-ওটা পায়নি। তারা আমাদের বাবার বাড়ি থেকে ৩৬ লক্ষ টাকা আনতে বলেছিল। বৃহস্পতিবার রাত ১.৩০ থেকে ভোর ৪টের মধ্যে আমার উপরও নির্যাতন করা হয়েছিল। তাঁরা আমাকে বলেছিল যে আমাদের একজনের বোনের জন্য যৌতুক আছে, অন্যজনের কী হবে? তোমার মরে যাওয়াই ভাল। আমরা আবার বিয়ে করব। আমাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছিল এবং সারা দিন আমি আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম,” কান্নায় ভেঙে পড়ে জানান কাঞ্চন।
advertisement
আরও পড়ুন : ট্রেনের এসি কামরার টয়লেটের ডাস্টবিনের ঢাকনা খুলতেই…ওটা কী বেরিয়ে এল! ভয়ে বোবা সাফাইকর্মীরা!
“সেই সন্ধ্যায়, তারা আমার বোনকে আমার এবং বাচ্চাদের সামনে নির্মমভাবে নির্যাতন করে। তারপর তারা ওর উপর কিছু তরল ঢেলে দেয় এবং আমার চোখের সামনে তাকে আগুনে পুড়িয়ে দেয়। আমি তাকে বাঁচানোর চেষ্টা করেও পারিনি। কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়। আমি জানি না সে কে। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম… আমি ন্যায়বিচার চাই। আমি চাই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার বোনকে যেভাবে কষ্ট দিয়েছে, সেভাবেই কষ্ট পাক,” তিনি আরও বলেন। তার মায়ের উপর হামলার কথা স্মরণ করে নিকির ছেলে বলে, “ওরা মায়ের উপর কিছু ঢেলে দেয়৷ তাকে চড় মেরে লাইটার দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয়।”
advertisement
অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (গ্রেটার নয়ডা) সুধীর কুমার বলেন, বৃহস্পতিবার রাতে তাঁরা একটি হাসপাতাল থেকে তথ্য পান যে একজন মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে এবং তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে রেফার করা হয়েছে। “সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মহিলার মৃত্যু হয়। তাঁর ময়নাতদন্ত করা হয়েছে। মৃতার বোনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। স্বামী বিপিনকে গ্রেফতার করা হয়েছে,” তিনি বলেন। মৃত বধূর শ্বশুর, শাশুড়ি এবং শ্বশুরবাড়ির আরও এক আত্মীয়কে এই নিগ্রহ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুঁজছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2025 11:23 PM IST