Indian Railways Crime:ট্রেনের এসি কামরার টয়লেটের ডাস্টবিনের ঢাকনা খুলতেই...ওটা কী বেরিয়ে এল! ভয়ে বোবা সাফাইকর্মীরা!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Indian Railways Crime:শনিবার ভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুম্বইয়ের কুরলার লোকমান্য তিলক টার্মিনাসে
মুম্বই: রোজকার মতোই স্টেশনের কারশেডে দাঁড়িয়ে থাকা ট্রেন পরিষ্কার করছিলেন সাফাইকর্মীরা৷ টয়লেটের ডাস্টবিনের ঢাকনা খুলেই তাঁরা আতঙ্কে হতবাক হয়ে যান৷ নোংরা ফেলার পাত্রে পড়ে আছে একটি ৫ বছর বয়সি শিশুর নিথর দেহ! শনিবার ভোরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুম্বইয়ের কুরলার লোকমান্য তিলক টার্মিনাসে৷
পুলিশ জানিয়েছেন এদিন কুশীনগর এক্সপ্রেসের (২২৫৩৭) বাতানুকূল কামরা পরিষ্কার করার সময় শ্রমিকরা ছেলেটির মৃতদেহ দেখতে পান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর, একজন কর্মচারী স্টেশন মাস্টারকে খবর দেন। এরপর রেল কর্মকর্তা এবং পুলিশ তদন্ত শুরু করে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, শুক্রবার রাতে শিশুটির মা তার ২৫ বছর বয়সি খুড়তুতো ভাই বিকাশ শাহের বিরুদ্ধে গুজরাতের সুরাতে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেছেন যে বিকাশ তাঁর সন্তানকে অপহরণ করেছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ‘অন্ত*র্বাসের এই ভুলে’ অণ্ড*কোষের তাপমাত্রা বেড়ে ঘাটতি শুক্রা*ণুতে! চুরমার যৌ*ন স্বাস্থ্য! পুরুষরা এই কাজ করবেন না কোনওমতেই
কুশীনগর এক্সপ্রেস লোকমান্য তিলক টার্মিনাস এবং উত্তরপ্রদেশের গোরক্ষপুরের মধ্যে চলাচল করে। জিআরপি কর্মকর্তারা জানিয়েছেনন, ছেলেটি কীভাবে মারা গেল এবং তার দেহ কীভাবে টয়লেটের ডাস্টবিনে গেল তা জানতে সিসিটিভি ফুটেজও স্ক্যান করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2025 8:03 PM IST










