দাদা-কাকা বলে ডাকা যাবে না! উবের চালকের গাড়ির নোটিশে হাসাহাসি নেটপাড়ায়

Last Updated:

Uber Driver Notice Viral: এই অ্যাপ ক্য়াব চালকে দাদা বা কাকু বলা যাবে না। তা হলে কী বলতে হবে!

#নয়াদিল্লি: উবার ক্যাব এবং তাদের ড্রাইভারের সম্পর্কে বিভিন্ন জিনিস প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবার ফের অদ্ভুত ধরনের ঘটনা আবার সামনে এসেছে। টুইটারে একজন উবার ক্যাব চালকের হাস্যরসের প্রশংসা করে একটি ছবি শেয়ার করেছেন।
ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, ক্যাব চালক সিটের পিছনে একটি নোটিশ সাঁটিয়ে দিয়েছেন, যার উপরে লেখা আছে- আমাকে ভাই এবং কাকা বলবেন না। এই ছবি সামনে আসার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে মজার কমেন্ট আসতে শুরু করেছে।
আরও পড়ুন- PM Modi Convoy: অ্যাম্বুল্যান্সকে জায়গা দিতে থেমে গেল মোদির কনভয়, দেখুন ভিডিও
সোহিনী এম নামের এক ব্যবহারকারী টুইটারে একটি ছবি শেয়ার করেছেন, যাতে গাড়ির সিটের পেছনে লেখা আছে- আমাকে ভাই ও কাকা বলবেন না। তিনি উবার ইন্ডিয়াকেও ট্যাগ করেছেন। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টের বন্যা বইছে। অনেকেই তাঁকে 'ভাইয়া' এবং 'আঙ্কেল' এর পরিবর্তে কী নামে ডাকা উচিত তা নিয়ে মন্তব্য করতে শুরু করেছেন।
advertisement
advertisement
কেউ তাকে 'বস', কেউ 'ব্রো' আবার কেউ 'বিগ ব্রো' বলে ডাকার পরামর্শ দিয়েছেন। একজন লিখেছেন, ক্যাব বুক করার পর ড্রাইভারের নাম জানা যায়। তাই তাঁকে তাঁর নামেও ডাকা যেতে পারে। উত্তরে সোহিনী বলেছিলেন, "মুম্বাইতে অনেক ক্যাব চালক আছেন যাদের বয়স অনেক বেশি, তাই তাঁদের  নাম ধরে ডাকা সম্ভব নয়।
উবার ইন্ডিয়াও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় যোগ দিয়েছে। তারা বলেছে, "কোনও সন্দেহের ক্ষেত্রে অ্যাপে ড্রাইভারের নাম চেক করুন।" এদিকে, একজন ব্যবহারকারী  বলেছেন, "আমি তাঁকে স্যার বা ম্যাম বলে সম্বোধন করব। এটা সম্মানজনক এবং পেশাদার।
advertisement
আরও পড়ুন- লক্ষ লক্ষ টাকায় প্রাথমিকে চাকরির 'অফার'! মানিকই 'কিংপিন'! শীর্ষ আদালতে দাবি CBI-এর
আরেকজন আবার বলেছেন, "আমি পাঞ্জাবেও একটি গাড়ির সিটের পিছনে একই ধরনের নোটিশ দেখেছি।"
বাংলা খবর/ খবর/দেশ/
দাদা-কাকা বলে ডাকা যাবে না! উবের চালকের গাড়ির নোটিশে হাসাহাসি নেটপাড়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement