‘চিন হারবে, ভারত জিতবে,টেলিকম, রেল, বিমান পরিষেবা ক্ষেত্রে চিনকে বয়কট করুন ’, রাজনৈতিক বিরোধিতা দূরে সরিয়ে কেন্দ্রকে সমর্থন মমতার
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সর্বদল বৈঠকে মোদি সরকারকে সমর্থন করেই চিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের সুর শোনা যায় তৃণমূল নেত্রীর গলায় ৷
#কলকাতা: সমস্ত রাজনৈতিক উষ্মা ভুলে লাদাখের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের পাশেই তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সর্বদল বৈঠকে মোদি সরকারকে সমর্থন করেই চিনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের সুর শোনা যায় তৃণমূল নেত্রীর গলায় ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা,'টেলিকম, রেল, বিমান পরিষেবা ক্ষেত্রে চিনকে বয়কট করুন ৷ ওদের একদম ঢুকতে দেবেন না ৷’ লাদাখ পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকে সর্বদলীয় বৈঠকে সরকারের পাশে থাকার আশ্বাস দিল সব দলই৷
লাদাখ পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চিনে কোনও গণতন্ত্র নেই। তারা একনায়কতন্ত্র চালাচ্ছে। তারা যা ভাবে, তাই করে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। ভারত জিতবেই, চিন হারবে। আমাদের একজোট হয়ে কথা বলতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবতে হবে। আমরা একযোগে সরকারের পাশে আছি।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘ডোকলাম পশ্চিমবঙ্গের খুব কাছে। রাজ্যের চিকেন নেকও স্পর্শকাতর এলাকা। অর্থাৎ আমি এটাই বলতে চাই যে আমাদের গোটা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে।’
advertisement
advertisement
ভারত চিন সীমান্তে পূর্ব লাদাখের গালওয়ার উপত্যকায় ২০ ভারতীয় সেনার মৃত্যু নিয়ে অস্বস্তিতে সরকার ৷ লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ দিন বিকেলেই সর্বদল বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে অংশ নেন৷ এছাড়াও উদ্ধব ঠাকরে, এম কে স্ট্যালিন, সীতারাম ইয়েচুরি, নীতীশ কুমার, জগন মোহন রেড্ডি, এন চন্দ্রবাবু নাইডু, শরদ পাওয়ার, অখিলেশ যাদবের মতো নেতাদের এই বৈঠকে অংশ নিয়েছিলেন৷
advertisement
Mamata Banerjee at all party meeting:China is not a democracy.They are a dictatorship.They can do what they feel. We,on the other hand,have to work together.India will win,China will lose. Speak with unity. Think with unity. Work with unity. We are solidly with the Govt. (source) pic.twitter.com/JQzBdDzgNv
— ANI (@ANI) June 19, 2020
advertisement
#Bengal CM @MamataOfficial expresses solidarity with the Centre on its decisions about the current Indo-China standoff, urges @narendramodi to keep China out of Railways, telecom and Civil Aviation. @CNNnews18 @news18dotcom pic.twitter.com/GfZGuRMmgb
— Sougata Mukhopadhyay (@Sougata_Mukh) June 19, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2020 10:55 PM IST