Dolls Unique Wedding: গোটা গ্রাম মিলে গায়ে হলুদ-ডিজে-কব্জি ডুবিয়ে ভোজ, ৫০ বছর ধরে সুরজপুরে এভাবেই বিয়ে করে পুতুলরা!
- Published by:Raima Chakraborty
Last Updated:
Dolls Unique Wedding: সুরজপুর জেলার রামপুর গ্রামে পুতুলের এই জাঁকজমকপূর্ণ বিয়ের ঐতিহ্য গত ৫০ বছর ধরে চলে আসছে।
অম্বিকাপুর: পুতুলের বিয়ে ছোটবেলায় শিশুদের অন্যতম প্রিয় খেলা। এই খেলার মাধ্যমে শিশুরা তাদের শৈশবেই বিয়ে শব্দের অর্থ জানতে পারে। ছত্তিশগড়ের সুরজপুর জেলার একটি গ্রামে ছেলেমেয়েরা একইভাবে পুতুলের বিয়ে দেয়। এ বিয়ে কোনও সাধারণ বিয়ে নয়, প্রকৃত বিয়ের মতোই হাজার হাজার টাকা খরচ করে মণ্ডপ সাজিয়ে পূজা-অর্চনা করে পুতুলের বিয়ে হয়।
সুরজপুর জেলার রামপুর গ্রামে পুতুলের এই জাঁকজমকপূর্ণ বিয়ের ঐতিহ্য গত ৫০ বছর ধরে চলে আসছে। আগে এটি শুধুমাত্র শিশুদের মধ্যে সীমাবদ্ধ ছিল। ছেলেমেয়েরা খেলতে গিয়ে পুতুলের বিয়ে দিত। এ বছর থেকে ওই শিশুদের পরিবার ও গ্রামবাসীরাও এই বিয়েতে অংশগ্রহণ করে। একটি জমকালো আয়োজনে পরিণত হয়েছে এই অনুষ্ঠান। একটি অনন্য বিয়েতে, পুতুলকে বর-কনের মতোই সাজানো হয়। বিয়ের জন্য প্রস্তুত হয় মণ্ডপ। বিয়েতে শত শত মানুষ অংশগ্রহণ করে বিয়ে সম্পন্ন করে।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে, সদ্যোজাতকে কোলে নিয়েই হাসাপাতালের বিছানায় অঙ্ক কষলেন সবিতা! দেখুন
সুরজপুর থেকে ৭ কিলোমিটার দূরে রামপুর গ্রামে ১৭ মার্চ থেকে তিন দিনব্যাপী পুতুলের বিয়ের আয়োজন করা হয়। এ বিয়েতে গ্রামের শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশ নেয়। বিয়ের প্রথম দিনে বিয়ের জন্য বাঁশের মণ্ডপ তৈরি করা হয়। শাড়ি দিয়ে সাজানো হয়। দ্বিতীয় দিনে পুতুলের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃতীয় দিন, রবিবার পুতুলের মিছিল করে বর-কনের বিয়ে সম্পন্ন হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: পায়ে লেখা নাম-মোবাইল নম্বর, রহস্যজনক পায়রাকে ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গ!
বিয়ের অনুষ্ঠানে সবাইকে ডিজে বাজিয়ে নাচতে দেখা যায়। এবং সন্ধ্যায় গ্রামের লোকজনও বড় করে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। পুতুলের এই জমকালো বিয়ে দেখে অনেকেই এই বিয়ের প্রশংসা করেছেন।
নিখিল মিশ্র
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2023 7:51 PM IST